একসময়ের জনপ্রিয় অভিনেতা। তবে বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে আর হয়ত সিনেমায় দেখা যাবে না। তবে পর্দায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি অনুরাগী সঙ্গে সব সময় জুড়ে থাকেন। ধর্মেন্দ্র ইনস্টাগ্রামে তাঁর নতুন এবং পুরানো সব ধরনের ছবিই শেয়ার করে থাকেন। আবার কখনও লোকজনের টুইট-এরও জবাব দেন তিনি। সম্প্রতি ধর্মেন্দ্র ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন যেটি কিনা তাঁর বহু পুরনোসাদাকালো একটা ছবি।
কিন্তু কী এমন আছে সেই ছবিতে?
ধর্মেন্দ্রর শেয়ার করা সেই ছবিতে সেই যুগের বেশ কয়েকজন বিখ্যাত মুখের সঙ্গে অভিনেতাকে দেখা যাচ্ছে। ছবিতে দাদা মুনি অর্থাৎ অশোক কুমারের কাছ থেকে অটোগ্রাফ নিতে দেখা যাচ্ছে ধর্মেন্দ্রকে।
সেই ছবির ক্যাপশনে ধর্মেন্দ্র লিখেছেন, 'বন্ধু, দাদা মুনির কাছ থেকে ১০০ টাকার নোটে অটোগ্রাফ নিচ্ছি। মধুর স্মৃতি। এসব দেখছেন পরিচালক অষ্ট সেন ও মোহন ছোটি। ধর্মেন্দ্রর এই পোস্টে কমেন্ট করেছেন বহু অনুরাগীই। এক নেটিজেন লিখেছেন, ‘স্মৃতি যখন তখন আসে, কখনও হাসির মতো, কখনও চোখে জলের মতো।’ একজন অনুগামী দাদা মুনি সম্পর্কিত এই স্মৃতিচিহ্নটি ভাগ করে নেওয়ার জন্য ধর্মেন্দ্রর প্রশংসা করেছেন এবং এই জাতীয় আরও অনেক পুরানো ছবি ভাগ শেয়ার করার অনুরোধ করেছেন তিনি।
জানা গেছে, অশোক কুমারের সঙ্গে 'ড্রিম গার্ল' ছবিতে কাজ করেছিলেন ধর্মেন্দ্র। ১৯৭৭ সালের সেই ছবিটি সুপারহিট হয়েছিল। প্রমোদ চক্রবর্তী পরিচালিত সেই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন হেমা মালিনী।
এদিকে সম্প্রতি ধর্মেন্দ্র জয়া প্রদার সঙ্গে দেখা করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই সাক্ষাৎ-এর ঝলকও শেয়ার করেছিলেন তিনি। ইনস্টাগ্রামে অভিনেতা লেখেন, ‘জয়া প্রদা, আমার প্রিয় সহ-অভিনেত্রী। আজ উনি ওঁর পরিবার ও বন্ধুদের নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁদের সবাইকে দেখে আমি খুব খুশি।’