বাংলা নিউজ > বায়োস্কোপ > বাবিলের কান্নাকাটিতে ওঠে প্রশ্ন, বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ কি ‘মানসিক স্বাস্থ্য’-এ প্রভাব ফেলে? কী বলছেন বাংলার তারকারা

বাবিলের কান্নাকাটিতে ওঠে প্রশ্ন, বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ কি ‘মানসিক স্বাস্থ্য’-এ প্রভাব ফেলে? কী বলছেন বাংলার তারকারা

বিনোদন ইন্ডাস্ট্রি ও মানসিক স্বাস্থ্য নিয়ে কী বললেন শ্রীলেখা, অপরাজিতা, ভাস্বর, বিশ্বনাথরা?

বেশকিছু আগের ঘটনা। সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয় হয়ে উঠেছিলেন বাবিল খান। কাঁদতে কাঁদতে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ইরফান পুত্র। বাবিলকে বলতে শোনা যায়, 'বলিউড এতটাই f***। বলিউড এতটা খারাপ।’ বাবিলের এই ভিডিয়োর পরই প্রশ্ন ওঠে তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে…। যদিও পরে ভিডিয়োটি ডিলিট করে দেওয়া হয়।

কিন্তু বাবিলের এই ভিডিয়োর পরই অনেকেই প্রশ্ন তোলেন ফিল্ম ইন্ডাস্ট্রি বা বিনোদন দুনিয়ায় কাজ কি মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে? এবিষয়ে Hindustan Times Bangla-র সঙ্গে এই বিষয় নিয়ে কথা বললেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা ব্যক্তিত্বরা।

শ্রীলেখা মিত্র

‘এখন যখন বাবিল খান বলিউডকে Fake (ফেক) বলছেন তখন এটা নিয়ে কথা হচ্ছে। আমি একথা ৫ বছর আগে বলেছিলাম, তখন কেউ কেউ বুঝেছিলেন, তবে অনেকেই আমার খামতি খোঁজার চেষ্টা করেছিলেন। কেউ বলেছিলেন, আমি নাকি ভিকটিম কার্ড খেলছি, আমি মিথ্যেবাদী! আজ যখন আরও মানুষ এটা নিয়ে কথা বলছেন, তখন অনেকেই বুঝতে পারছেন।’

শ্রীলেখার বক্তব্য, ‘৫ বছর আগে সুশান্ত সিংয়ের মৃত্যুটা আমায় ধাক্কা দিয়েছিল। নিজের কাজকে ভিত্তি করেই এগোব ঠিক করে ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। আসলে যে কাজটা পারে, সে নিজের কাজ নিয়ে কখনও নিরাপত্তাহীনতায় ভোগে না। এটাই আশা করে যে, আমার কাজের নিরিখে আমি কাজ পাব। কিন্তু এখানে তো ট্যালেন্টটা গৌণ, মুখ্য হয় PR (প্রচার), কার সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক তার উপর। কেউ আবার নিজের ট্যালেন্টের কথা বললে, সেখানে খামতি খোঁজার চেষ্টা হয়। তাহলে এবার বলতে হবে আমার মতো বাবিল খানও…। যদিও জানি না, উনি নেশাগ্রস্ত অবস্থায় ছিল কি না!'

শ্রীলেখা বলেন, ‘বাবিল তো কম বয়সি, ইরফান খানের ছেলে বাবিলকেও আজ এই কথাগুলো বলতে হচ্ছে। এটা থেকেই বোঝা যায়, কতটা মানসিক চাপের মধ্যে থাকতে হয়েছে ওকে।’

তাহলে কি যাঁরা অভিনয় জগতের সঙ্গে জড়িত, তাঁদের মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে এই পেশা? এখানকার ‘বিষাক্ত সংস্কৃতি’ তাঁদের খারাপ পরিণতির দিকে ঠেলে দিতে পারে?

শ্রীলেখা বলেন, ‘অবশ্যই এটা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। আমি এবিষয়ে ১০০ শতাংশ সহমত।’ তাঁর দাবি, ‘গুটি কয়েক মানুষের স্বার্থপরতার জন্য, লোভের জন্য, তাঁরাই শুধু কাজ করবে, আর কেউ নয়। আমরা আওয়াজ তুলি না, আমরা অন্যায়টাকে মেনে নিয়েছি। আর সেই কারণেই এমন করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। '

আরও পড়ুন-‘৩ সাবজেক্টে অল ইন্ডিয়া ১২.৫ র‍্যাঙ্কিং’, CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কেমন ফল করল ‘পূবের ময়না’ ঐশানী?

আরও পড়ুন-বিজ্ঞানের ছাত্রী, কেমন হল পর্দার 'আরশি' মোহনা মাইতির CBSE-র দ্বাদশ শ্রেণির ফল? কোন স্কুলে পড়তেন?

এদিকে ফিল্ম ইন্ডাস্ট্রি বা বিনোদন জগতে কাজ সত্যিই অতিরিক্ত মানসিক চাপ তৈরি করে বা মানসিক স্বাস্থ্য়ের ক্ষেত্রে কি সমস্যা তৈরি করে? এবিষয়ে কথা বলেছেন অপরাজিতা আঢ্য, ঋতব্রত মুখোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসুরাও।

অপরাজিতা আঢ্য

সব ইন্ডাস্ট্রিতে কাজ করাটাই চাপের। কাজ পাওয়াটাই আসলে খুব কষ্টের। প্রথম জীবনে যখন পড়াশোনা করতাম, তখন মনে হত কী কঠিন, ছাড়লে বাঁচি। পরবর্তীকালে যখন রোজগার করতে এলাম, তখন মনে হল টাকা-পয়সা আয় করাটা বেশি চাপের। তা সে যে ইন্ডস্ট্রিতেই কাজ করুন না কেন। আর এবার যদি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা হয়, তাহলে বলব, এখানে প্রতিদিন বহু মানুষ আসেন, আবার বহুজন হারিয়ে যান। আমি যে এই ইন্ডাস্ট্রিতে ২৮ বছর কাজ করছি, সেটা আমার কাছে গুরুর কৃপা।

শিল্পীদের ক্ষেত্রেও যেটা হয় তা হল, একটা সময় হয়ত প্রচণ্ড কাজ করলাম, তারপর হঠাৎ করেই দেখছি কাজ নেই, এটা এই ইন্ডাস্ট্রির প্যাটার্ন। এটা একটা মানসিক অবসাদ নিয়ে আসে তো বটেই। তার জন্য ইন্ডাস্ট্রিকে খারাপ বলব না, এটা এখানকার ধরণ। আমরা যেসময় TV প্রচুর কাজ করেছি, তখন সেটা ছিল টেলিভিশনের গোল্ডেন পিরিয়ড, এখন আর সেটা নেই। সিনেমার ক্ষেত্রেও এই গড়ন ও ধরণ সবই পাল্টে গেছে। কাজ করতে গেলে এখানকার সবকিছুর সঙ্গে অ্যাডজাস্ট করেই চলতে হবে।

তবে হ্যাঁ, কিছু Fake মানুষ লোকজনকে exploit (ব্যবহার) করেন। এমনকি কাজ দেওয়ার নামে অনেকে টাকাও চান। এধরনের বিষয় তো আছেই, থাকবেও হয়ত। তবে তারজন্য আমি সবটাই খারাপ, বা 'ফেক' বলে তকমা লাগিয়ে দেব না।

ঋতব্রত মুখোপাধ্যায়

আমাদের এখানে এখন একটাই মানসিক চাপ, যে কাজ নেই। যেখানে কাজটাই নেই, সেখানে আর নতুন কী মানসিক চাপ তৈরি হবে? কাজ হলে তবে তো মানসিক চাপ বা অন্য কোনও বিষয় তৈরি হওয়ার জায়গা থাকে। কাজই যেখানে বন্ধ হওয়ার অবস্থায়,তখন সেটা নিয়ে আর কিছু বলতে চাই না।

ভাস্বর চট্টোপাধ্যায়

হ্য়াঁ, মানসিক স্বাস্থ্য়ের ক্ষতি করেই। বড় ক্ষতি না হলেও চাপ সবসময়ই থাকে। সেটা যে কোনও ফিল্ডেই থাকে। আমি কীভাবে কাজটা ডেলিভার করছি, সেই চাপটা তো থাকেই। কারণ, কেমন কাজ করছি, তার উপর আমার কাজ পাওয়াটাও নির্ভর করে। আর এটা তো রিজিওনাল মার্কেট এখানে যেমন চাপ আছে, সেখানে বাবিল খান তো জাতীয় স্তরে কাজ করেন। সেটা আরও বড় মার্কেট। তার উপর ও ইরফান খানের ছেলে, সেজন্যও কিছুটা হলেও অতিরিক্ত চাপ তৈরি হয়। এক্ষেত্রে সারাক্ষণ একটা তুলনা আসতে থাকে।

এই প্রজন্মের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলে বুঝেছি ওদের উপর একটা চাপ থাকেই। কারণ, কাজ হিট করলেও ঠিক আছে নাহলে ওরা খুবই চিন্তিত হয়ে পড়ে। কারণ পরের কাজটা পাবে কিনা, চ্যানেল নেবে কিনা! এই সব নানান চাপ থাকে। টার্গেটের মতো। আমাদের এখানে টার্গেট আপনি কটা সিনেমা বা সিরিয়াল হিট দিলেন? আর এখন মানুষের হাতে রিমোর্ট, চাইলেই ঘুরিয়ে দিচ্ছেন। যদিও অভিনেতাদের ভালো অভিনয় করা ছাড়া আর কিছু করার থাকে না এখানে।

বিশ্বনাথ বসু

এই মানসিক চাপ পৃথিবীর সব পেশাতেই আছে। তবে আমার মনে হয় না, আমাদের পেশায় অতিরিক্ত মানসিক চাপ হওয়ার কারণ এক্সপেক্টটেশন (আশা/চাহিদা) যদি পাহাড়সম চাহিদা থাকে, তাহলে সবসময়ই কষ্ট পেতে হবে। আমি তো এখানে অভিনয় করতে এসেছি, সেই কাজটাই করব। এবার কাজটা যদি কেউ আমার থেকেও ভালো করে তাহলে আমাকে আরও ভালো করতে হবে। কিন্তু সব জেনেই এখানে এসেছি।

তবে আমি বলব, কেউ যখন কোনও চাকরি করতেও যাই, তখনও সে মাইনে কত জেনেই যায়। জানি যে, সেই টাকাতেই আমায় চালাতে হবে। তারপর যদি ভাবি, আমার এইটুকু রোজগার তাই ঘুষ নিতে হবে, সেটা ভাবলে কি ঠিক হবে? আমি ইন্ডাস্ট্রি মানে কাজটা বুঝি, অবশ্যই অসুবিধা থাকবে, কারণ এখানে লাইফস্টাইল তৈরি হয়ে যায়। তবে কাজটাকে ভালো বাসলে মানসিক এড়ানো না। তবে হ্যাঁ দীর্ঘসময় কাজ না পেলে সেটা অবশ্য কষ্টের জায়গায়। তবে পলিটিক্স বা অন্যরকম জটিলতা নিয়ে আমি ভাবতে রাজি নই। সিনেমা, সিরিয়ালে কাজ না পেলে, আমি যাত্রা করব, থিয়েটার করব, অ্যাঙ্কারিং করব, হোটেলে গান গাইব। আসলে পজিটিভ থাকতে হবে, চালিয়ে যেতে হবে, হেরে গেলে হবে না।

-----

বায়োস্কোপ খবর

Latest News

দলবদলে চমক! প্লে-অফের আগে কখনও IPL না খেলা জিম্বাবোয়ের পেসারকে দলে নিল RCB ৬১'র ১৯ মে শিলচরও বলেছিল- 'বাংলার জন্য আমরাও প্রাণ দিতে পারি', ফিরে দেখুন ইতিহাস পুলিশের নোটিশটা কুকুরের ল্যাজে বেঁধে দিতে বলুন: শুভেন্দু ভারতের ২য় দ্রুততম ব্যাটার হিসেবে ৫০০০ T20 রান গিলের, রোহিত-কোহলি নন,১ নম্বরে কে? বট সাবিত্রী ব্রতর দিনে করবেন না এই ভুল, নাহলে পাবেন না ব্রতের পূর্ণ ফল অনন্যার সঙ্গে প্রেমের চর্চায় সিলমোহর ওয়াকারের? করলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট 'চিন থেকে নেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের কোনও কাজেই আসেনি' অফিসে কাজের চাপই কি কারণ? বেঙ্গালুরুতে আত্মঘাতী ইঞ্জিনিয়ার দু'বছর আগে ৩ বাচ্চা! ৫ম বার বাবা হচ্ছেন আরমান! পায়েল না কৃতিকা, কার গর্ভে সন্তান রাজনীতি থেকে দেশ বড় বলে সর্বদলীয় প্রতিনিধিদল ইউসুফ পাঠানের নাম তুলে নিল TMC

Latest entertainment News in Bangla

অনন্যার সঙ্গে প্রেমের চর্চায় সিলমোহর ওয়াকারের? করলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট দু'বছর আগে ৩ বাচ্চা! ৫ম বার বাবা হচ্ছেন আরমান! পায়েল না কৃতিকা, কার গর্ভে সন্তান বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ একটা খাবার, বাড়ির রান্নাঘর থেকে ভিডিয়ো পোস্ট নীনার 'অনেক বয়স হয়েছে, এবার…',২০২৬-এর নির্বাচনের আগেই কি রাজনীতি ছাড়ছেন চিরঞ্জিৎ? সবে হার্দিককে ডিভোর্স, আলেকজান্ডারের গাড়ির পিছনের সিটে কী কাণ্ড ঘটাল নাতাশা! ছলছল চোখ, 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চ থেকে বিদায় নিলেন লেডি কনস্টেবল সায়ন্তী! অল্প বয়সে পান জাতীয় পুরস্কার, কোন স্কুলে পড়তেন? পড়াশোনা কতদূর ঋদ্ধি সেনের? 'পরিচালক এলেই বলেন শুয়ে পড়ুন…' বলিউডে কাস্টিং কাউচ নিয়ে ঠিক কী বললেন অনু ? ছিলেন রসায়নবিদ, হলেন অভিনেতা,কেরিয়ারের শুরুতে ধনেপাতাও বেচতেন নওয়াজউদ্দিন ফার্মহাউসে তাঁর সঙ্গে কথা বলতে যান, তারপরেও ছবি থেকে এই নায়িকাকে বাদ দেন সলমন

IPL 2025 News in Bangla

দলবদলে চমক! প্লে-অফের আগে কখনও IPL না খেলা জিম্বাবোয়ের পেসারকে দলে নিল RCB প্লে-অফের চতুর্থ স্থানের জন্য মুম্বই-দিল্লি-লখনউয়ের ত্রিমুখী লড়াই, কারা এগিয়ে? ঠান্ডা মাথায় বাজিমাত করা গেলে ঝুঁকি কেন? ওপেনার থেকে ফিনিশার হওয়ার স্বপ্ন সাইয়ের দ্বিতীয় দল হিসেবে বিনা উইকেটে ২০০ তাড়া করে T20 জয় গুজরাটের, কাদের রেকর্ড ভাঙল? ক্যাপ্টেন হিসেবে IPL-এ ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার, ধোনি-রোহিতেরও নেই এই রেকর্ড DC-কে হারিয়ে GT নিজেরা IPL 2025-এর প্লে-অফে উঠে, RCB আর PBKS-কেও নকআউটে তুলে দিল গিল-সুদর্শন জুটিতেই দিল্লি জয় টাইটানসের, RCB ও PBKS-কে সঙ্গে নিয়ে প্লেঅফে গুজরাট IPL 2025-এ ২৩টি ক্যাচ ফস্কেছে RR, যার জেরে ডুবেছে দল, হয়েছে লজ্জার নজির GT-র বিরুদ্ধে আগ্রাসী শতরান, প্রথম প্লেয়ার হিসেবে IPL-এ নয়া ইতিহাস DC-র রাহুলের প্লে-অফের পথে PBKS, এদিকে দলের অধিনায়কের চোট নিয়ে চিন্তা, কী আপডেট দিলেন শ্রেয়স?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.