রামমন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা এখন কেবলই সময়ের অপেক্ষা। প্রধানমন্ত্রী সহ সমস্ত অতিথি অভ্যাগতরা পৌঁছে গিয়েছেন অযোধ্যায়। রামের জন্মভূমি জুড়ে এখন কেবলই হইচই রইরই রব। চলছে অবিরাম জয় শ্রী রাম ধ্বনি। বাদ যাচ্ছে না রামের গান, নাচ। আর কিছু সময়ের পরই সমস্ত নিয়ম আচার মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বার্তা পাঠালেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। শুভেচ্ছা বার্তা লিখলেন কঙ্গনা রানাওয়াত।
রামমন্দির থেকে কী লিখলেন কঙ্গনা?
কঙ্গনা রানাওয়াত এদিন সকাল সকাল রাম মন্দিরে পৌঁছে যান। সেখান থেকে একাধিক ছবিও শেয়ার করেন তাঁর ভক্তদের সঙ্গে। মন্দিরকে কেমন সাজানো হয়েছে সেটা সহ নিজে কেমন সেজেছেন সেটাও দেখিয়েছেন। এদিন কঙ্গনা রানাওয়াত একটি সাদা শাড়ি পরেছেন কমলা রঙের ব্লাউজ দিয়ে। সঙ্গে নিয়েছেন গোলাপি শাল। এই ছবিগুলো পোস্ট করে তিনি এদিন লেখেন 'এটা পরম পূজনীয় শ্রী রামের জন্মভূমি। জয় শ্রী রাম।'
আরও পড়ুন: 'ভগবান রামকে নিয়ে ২১টি গান গেয়েছি, হিরে দেওয়া জ্যাকেট বানিয়েছি', রাম মন্দির উদ্বোধনের জন্য প্রস্তুত কৈলাশ খের!
আরও পড়ুন: 'ভাষা কী কম পড়িয়াছে?' যশ-নুসরাতের ছবির গানে 'গালাগালি'! সোডা সং শুনে চরম ট্রোল নেটপাড়ার
অক্ষয় এবং টাইগার শ্রফের শুভেচ্ছা বার্তা
টাইগার শ্রফ বা অক্ষয় কুমার কেউই এদিন রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আসতে পারেননি। কিন্তু পাঠিয়ে দিয়েছেন শুভেচ্ছা বার্তা। বড়ে মিয়া ছোটে মিয়ার দুই তারকাকে এদিন একসঙ্গে ইনস্টাগ্রামের একটি ভিডিয়োতে দেখা যায়।
অক্ষয় কুমার এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠার এই পবিত্র দিনে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। জয় শ্রী রাম।'
আরও পড়ুন: সানার প্রাক্তন উমর আদতে শোয়েবের দারুণ ভালো বন্ধু ছিলেন! অতীতের পোস্ট ঘেঁটে প্রমাণ নেটপাড়ার