রহস্য আর খুনের ঘেরা ওয়েব সিরিজ ‘সন্ধ্যে নামার পরে’ আসছে। DARSHOO OTT-তে এই ক্রাইম থ্রিলার সিরিজটি দেখা যাবে। সিরিজটি পরিচালক করেছেন সৌম্যজিৎ আদক।
আরও পড়ুন: 'ইগোর কারণে ৪ বছর আমরা...', কেন বোনের সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছিল সঞ্জয়ের?
‘সন্ধ্যে নামার পরে’-এর গল্প
কলকাতা শহরে একের পর এক খুন হচ্ছে। পরপর দুটো খুনে কেঁপে উঠে শহর। শহরের পরিস্থিতি বেশ থমথমে। খুনির প্রথম ভিক্টিম ছিল একজন মহিলা আইটি কর্মী যে সন্ধ্যেবেলা কল-সেন্টারে যাওয়ার জন্য বেরিয়েছিল, তবে আর ফেরেনি। আর তারপরই হয় তার চরম পরিণতি। তারপর খুন হয় এক প্রাইমারী স্কুল শিক্ষিকা।
আরও পড়ুন: 'একদমই যথাযথ যে...' দীপিকার ৮ ঘণ্টা শিফটের দাবিকে সমর্থন সোনাক্ষীর? কী বললেন স্পিরিট নিয়ে?
অ্যাডিশনাল পুলিশ কমিশনার রণজয় সেনগুপ্তের গাইডেন্সে তদন্তে নামে লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশান টিমের হেড মোহর লাহিড়ী ও তার সহকারী ইরাবতি সান্যাল, ওয়াসিম আহমেদ, রাইমা রায়, সুরেশ শর্মা, রাফিক আর ফরেন্সিক ফটোগ্রাফার – ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়। আর তদন্ত করতে গিয়ে দেখা যায় প্রতিটা মৃতদেহের থেকে বাঁ-চোখ উপড়ে নেওয়া হচ্ছে আর সারা দেহের ওপর ঢেলে দেওয়া হচ্ছে লাল রঙ। এই ইনভেস্টিগেশানের পাশাপাশি গড়ে উঠতে থাকে, ইন্দ্রজিৎ আর ইরাবতির সম্পর্ক।
কিন্তু এই খুনগুলো করছে কে? এই সিরিয়াল কিলিং-এর পিছনে কী খুনির মোটিভই বা কী? মোহর লাহিড়ী, ইরাবতি, ইন্দ্রজিৎ আর তাদের টিম কি পারবে আসল খুনিকে খুঁজে বের করতে? তার উত্তর পেতে DARSHOO OTT-তে দেখতে হবে ছয় এপিসোডের রোমহর্ষক ক্রাইম থ্রিলার সন্ধ্যে নামার পরে।
আরও পড়ুন: শক্তিমানের ভূমিকায় আল্লু অর্জুন নয়, রণবীর সিং-ই থাকছেন: গুজব ওড়লেন নির্মাতারা
সিরিজে 'মোহর লাহিড়ী'-এর ভূমিকায় দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায়। এছাড়াও সিরিজে ঐশ্বর্য সেনও রয়েছেন। তাঁকে ‘ইরাবতী সান্যাল’-এর চরিত্রে দেখা যাবে। সিরিজে সোমরাজ মাইতির চরিত্রের নাম ‘ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়’, সে এক জন ফরেনসিক ফটোগ্রাফার। এছাড়াও প্রান্তিক বন্দ্যোপাধ্যায় রয়েছেন ‘বিনোদ বসু’র চরিত্রে। এছাড়াও রয়েছেন রানা বসু ঠাকুর। তাঁকে ‘রণজয় সেনগুপ্ত’-এর চরিত্রে দেখা যাবে।