আমাদের সবারই কিছু না কিছু সুপ্ত বাসনা থাকে। তার মধ্যে অনেকেই একবার হলেও হয়তো ভেবেছেন যে বয়স হলে আমাদের কেমন দেখতে হবে সেটা যদি জানা যেত...! এতদিন সেটার সুযোগ না থাকলেও এখন AI কিন্তু সেটাই করে দেখাচ্ছে। এবার সেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগে একজন শিল্পী দেখালেন যে বলিউডের বিভিন্ন তারকা শাহরুখ খান, সলমন খান দিয়ে শুরু করে ঐশ্বর্য রাই, আল্লু অর্জুন, দীপিকা পাডুকোন, প্রমুখকে কেমন দেখতে হবে। আর সেটা দেখে কী প্রতিক্রিয়া জানাল নেটপাড়া?
আরও পড়ুন: সা রে গা মা পা -এ 'একমাত্র ভরসা' রূপমকে শ্রদ্ধার্ঘ্য ময়ূরীর, অনুরাগীর পারফরমেন্সে 'আপ্লুত' রকস্টার
কী ঘটেছে?
৩০ জানুয়ারি জোসেফ নামক একজন AI শিল্পী এই ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে শাহরুখ খান, সলমন খান, আমির খান, দীপিকা পাডুকোন, ঐশ্বর্য রাই বচ্চন, সহ একাধিক অভিনেতাদের বয়স্ক রূপ। সবারই কম বেশি কাঁচা পাকা বা পাকা চুলে মাথা ঢাকা। দাড়িও তাই। চোখে মুখে বলিরেখা।
শুধু তাই নয়, এখানে দেখানো হয়েছে যে আমির খান এবং প্রভাস টাক হয়ে যাবে। যদিও শাহরুখের সেই চার্ম থাকবে অটুট। আবার সলমন টিকিয়ে রাখবেন তাঁর অ্যাবস।
প্রসঙ্গত এখানে শাহরুখে বার্ধক্যের যে রূপ দেখা গিয়েছে সেটার সঙ্গে কিং ছবির সেট থেকে ভাইরাল হওয়া শাহরুখে লুকের সঙ্গে বেশ মিল পেয়েছে নেটিজেনরা।
আরও পড়ুন: খালি জাপটে ধরে চুমু নয়, লাইভ শোতে মহিলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ট্রোলড উদিত নারায়ণ! ছিঃ ছিঃ নেটপাড়ায়
কে কী বলছেন?
অনেকেই এই ভাইরাল পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'শাহরুখ আর হৃতিক কখনও বুড়ো হবেন না।' দ্বিতীয় ব্যক্তি বলেন, 'সলমন তো হটনেসে সবাইকে ছাপিয়ে গেলেন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ওটা সলমন খানই তো? দেখে তো মিলিন্দ সোমান লাগছে।' তুমুল প্রশংসা পেয়েছে ঐশ্বর্য এবং মহেশ বাবুর বার্ধক্যের লুক।