আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই অগস্টে অহনা দত্তর কোল আলো করে আসতে চলেছে তাঁর সন্তান। তবে এই সব কিছুর মধ্যেও তাঁর কাজ, বেড়াতে যাওয়া এইসব থেমে নেই। গর্ভাবস্থা যে কোনও অসুস্থ নয়, বরং এই সুন্দর জার্নিটা উপভোগ করা উচিত তা বার বার নিজের নানা কাজের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন অহনা।
চলতি বছরেই অহনা তাঁর এই সুখবর দেন। সমুদ্র সৈকত থেকে ছবি পোস্ট করে প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী। সন্তান আসার আভাস পেয়েই স্বামী দীপঙ্কর দের সঙ্গে সেরেছিলেন বেবিমুন। তারপর মাঝে একবার বরের হাত ধরে টাকি ভ্রমণেও গিয়েছিলেন নায়িকা। আর এবার সামনে আনলেন তাঁর স্পিড বোর্ডে চড়ার ভিডিয়ো।
আরও পড়ুন: সন্তান জন্মানোর আগেই বুকের বাঁদিকে একে অপরের নাম লিখলেন অহনা-দীপঙ্কর!
ভিডিয়োয় দেখা যায় স্পিড বোর্ডের উপর লাইফ জ্যাকেট পরে বসে অহনা। তিনি কাউকে জিজ্ঞাসা করছেন, ‘পড়ে যাব না তো’, তখন সেই ব্যক্তি বলছেন, ‘না পড়বি না, শক্ত করে ধরে থাক।’ তারপর চলতে শুরু করে বোর্ড। এরপর আনন্দ ও ভয়ে অহনাকে জোরে জোরে চিৎকার করতে শোনা যায়। এবার তো নায়িকা বলেই ফেলেন, 'আসতে চালাও'। তবে সবটা মিলিয়ে তিনি যে বেশ উপভোগ করেছেন বিষয়টা তা বলাই বাহুল্য।
ভিডিয়োটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘কিছু মাস আগের ভিডিয়ো। কী সাহস আমার।’ তাঁর এই ক্যাপশন থেকেই বোঝা যায় সদ্য তোলা ভিডিয়ো না হলেও সেই সময় সম্ভবত তিনি গর্ভাবস্থাতেই ছিলেন। তাঁর এই পোস্ট দেখে অনুরাগীরাও নানা কমেন্টে ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘তোমার হাসি দেখে আমার হাসি পেয়ে গেল।’ আর একজন লেখেন, ‘ভিডিয়োটি যে কতবার দেখলাম বাপ রে। হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল।’ আর একজন লেখেন, ‘আমার তো দেখেই ভয় লাগছে।’ আর একজন লেখেন, ‘সেই সাহসী নারী।’
আরও পড়ুন: অদ্রিজা, দর্শনাদের পথ অনুসরণ আয়েন্দ্রীর! বাংলার সীমানা ছাড়িয়ে বলিউডে পা দিলেন নায়িকা
প্রসঙ্গত, মায়ের অমতে বিয়ে করেছিলেন নায়িকা। তাই তাঁর মা হওয়া খবর পাওয়ার পরও মা চাঁদনী কোনও রকমের খোঁজ খবর নেননি। অহনা প্রথম ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-তে কাজ করার সময় দীপঙ্করের প্রেমে পড়েন। তখন সদ্য ১৯ বছরে পা রেখেছেন অহনা। সিরিয়ালের মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়। তবে বয়সে বড়, ডিভোর্সি দীপঙ্করের সঙ্গে সম্পর্ক মানতে পারেননি অহনার মা চাঁদনী। তা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলে কাদা ছোঁড়াছুড়ি। এখন অবশ্য অনেকটাই শান্ত। তবে তারপর থেকেই মায়ের সঙ্গে আর কথা নেই অহনার। নেটপাড়ার অনেকেরই প্রিয় জুটি এখন অহনা আর দীপঙ্কর। এখন দেখার অগস্টে ছোট্ট রাজকন্যা না রাজপুত্রের জন্ম দেন অহনা।