বর্তমানে অনেক বাঙালি অভিনেতা অভিনেত্রী মুম্বইতে পাড়ি দিয়েছেন। এবার বিনোদন জগতের জনপ্রিয় মুখ অদ্রিজা রায় থেকে দেব চন্দ্রিমা সিংহ রায়, দর্শনা বণিকদের পদাঙ্ক এবার অনুসরণ করলেন আয়েন্দ্রী রায়। তিনিও এবার পাড়ি দিলেন মুম্বইতে।
বুধবার রাতে চিত্রনাট্য ও নিজের কিছু ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আমি স্বপ্নের শহর মুম্বইতে আছি। এখানে হিন্দিতে আমার প্রথম কাজ করছি। আমার প্রত্যাশার থেকেও বেশি কিছু পেয়েছি। কী কাজ সেটা বিস্তারিত পরে জানাবো… তবে আপাতত আমার এই সাফল্যের কথা এখন আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। তবে সব শেষে যখন পরিবার আপনার পাশে থাকে তখন আপনি চাপের সময়ও শান্তি অনুভব করেন। আগের দিন খুব নার্ভাস ছিলাম কিন্তু আজ প্রথম দিনের পর অনেকটা ভালো লাগছে।’
আরও পড়ুন: সায়কের জীবনে নতুন শুরু ! ‘রেজেস্ট্রি হয়ে গিয়েছে…', HT Bangla-কে বললেন অভিনেতা
তাঁর এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে ইতিমধ্যেই নায়িকা তাঁর প্রথম দিনের শ্যুটিং সেরে ফেলেছেন। প্রথম দিনের কাজের পর টলিপাড়ার বন্ধুদের সঙ্গে ভিডিয়ো কলে আড্ডাও জমিয়েছিলেন তিনি। সেখানে সায়ক, বন্ধু প্রেমিক নীলাঙ্কুর মুখোপাধ্যায়েরও দেখা মিলেছে। তাঁর এই পোস্টে সায়ক কমেন্টও করেন। তিনি লেখেন, ‘তোর জন্য গর্বিত বোন।’
এছাড়াও অনেকেই নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন। একজন লেখেন, ‘আয়েন্দ্রীয়ান হিসেবে খুব গর্বিত বোধ হচ্ছে। এটা খুব বড় একটা সাফল্য। মুম্বই স্বপ্নের থেকেও অনেক বেশি। এটা এমন একটা জায়গা যা কেরিয়ারকে নতুন গতি দেয়।’ আর একজন লেখেন, ‘এটা হয়তো তোমার জন্মদিনের সেরা উপহার। অনেক শুভেচ্ছা আয়েন্দ্রী। আমাদের ভালোবাসা আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। বাঙালিদের গর্বিত করো।’
আরও পড়ুন: ‘আমার পর পর দু’বার বিয়ে হয়েছে…', বিবাহবার্ষিকীতে বর অগ্নিদেবের সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন সুদীপা
প্রসঙ্গত, কিছুদিন আগেই অভিনেত্রী তাঁর ওজন কমানো নিয়ে একটি পোস্ট করেছিলেন। নায়িকাকে নানা ভাবে বডি সেমিংয়ের শিকার হতে হচ্ছিল। অনেকে তাঁকে এমনও বলেছিলেন যে, অবসাদের কারণে নাকি তাঁর ওজন বাড়ছে, তিনি নাকি নেশা করেন। আর তাই নাকি তিনি কাজ পাচ্ছেন না।
তাঁদের যোগ্য জবাব দেন আয়েন্দ্রী। নিজের একটি মিরর সেলফি তোলেন। সেখানে তাঁকে কালো রঙের হট পোশাকে দেখা যায়। ছবিটি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘কয়েক মাস ধরে নেতিবাচক সমালোচনা সহ্য করার পর… আমার পুরনো অবস্থায় ফিরে গেলাম। আমার পুরনো ফিগারে ফিরে গেলাম।আমার বিষণ্ণতার কারণে আমার ওজন অনেক বেড়ে গিয়েছে... (যা স্বাভাবিক) এমনকী গুঞ্জন শুনেছি যে, আমি যে কোনও ধরণের নেশায় আসক্ত, তাই আমার ওজন বেড়েছে। এমনকী এর জন্য নাকি আমি কাজও পাচ্ছি না। কিন্তু এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি যে, আমি আমার বেড়ে যাওয়া ৯.৫৮ কেজি ওজন কমিয়ে ফেলেছি… ফিট চেক।’