বৈদিক মতে সাত পাক ঘুরে বিয়ে সরেছেন শ্বেতা-রুবেল। বিয়েতে কেমন সাজ হবে নায়িকার? তা নিয়ে তাঁর অনুরাগীরা অপেক্ষা করে ছিলেন। তারপর শ্বেতাকে বিয়ের সাজে দেখে সকলেই মুগ্ধ হয়ে যান। স্যোশাল মিডিয়ায় অনেকেই প্রশংসায় ভরে দেন নায়িকাকে। কিন্তু জানেন কি অভিনেত্রীকে এত সুন্দর করে কে সাজিয়েছিলেন?
স্টাইলিস্ট রুদ্র সাহা রবিবার একটি রিল শেয়ার করেছেন। সেখানে তিনি শ্বেতার সাজের নানা খুঁটিনাটি ভাগ করে নিয়েছেন দর্শকদের সঙ্গে। নায়িকার মেকআপ থেকে হেয়ারস্টাইল কে কে করেছেন সবটাই তিনি ওই ভিডিয়োতে শেয়ার করে নিয়েছেন। সেখান থেকেই জানা গিয়েছে যে, দীপঙ্কর দে শ্বেতাকে তাঁর বিশেষ দিনে সাজিয়েছিলেন।
আরও পড়ুন: ৫৬-এ পা দিলেন ববি দেওল! 'আমার লর্ড ববি…' ভাইয়ের জন্মদিনে সানির আদুরে পোস্ট
তবে মেকআপ আর্টিস্ট ছাড়াও দীপঙ্করের একটা পরিচয় রয়েছে। তিনি ছোট পর্দার অতি পরিচিত মুখ অহনা দত্তর স্বামী। ভিডিয়োয় রুদ্রকে বলতে শোনা গিয়েছে যে, দীপঙ্করের আঁকা কল্কা দেখেই নাকি প্রাথমিক ভাবে শ্বেতার প্রেমে পড়েছিলেন রুবেল। তাই বিয়ের দিনও সেই বিশেষ কল্কা নায়িকার কপালে এঁকেছিলেন দীপঙ্কর।
বিয়েতে কল্কা ছাড়াও শ্বেতার পরনে ছিল টুকটুকে লাল বেনারসি। সঙ্গে ম্যাচিং লাল ব্লাউজ পরেছেন তিনি। মাথায় লাগানো ছিল লাল নেটের ওড়না। সঙ্গে খোঁপায় বেঁধেছিলেন গাজরা। গা ভর্তি সোনার গয়নায় সেজে ছিলেন নায়িকা। সঙ্গে শোলার মুকুট আর হাত ভর্তি মেহেন্দি তাঁর বিয়ের সাজকে পূর্ণতা দিয়েছিল। অন্যদিকে, রুবেল পরেছিলেন সাদা সিল্কের পঞ্জাবি এবং ধুতি। তাঁদের বিয়ের লুক প্রকাশ্যে আসতেই ভক্তরা তারকা দম্পতিকে ভালোবাসায় ভরে দেন।
আরও পড়ুন: বেদাঙ্গের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝেই বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন খুশি! ‘দুই সন্তান…’ বললেন নায়িকা
প্রসঙ্গত, শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস যমুনা ঢাকি সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলেন। সেখান থেকেই তাঁদের সম্পর্কের শুরু। তাঁদের সম্পর্কের কথা জানার পর তাঁদের অনুরাগীরাও দারুণ খুশি হয়েছিলেন।
অন্যদিকে, অহনাকে বর্তমানে 'অনুরাগের ছোঁয়া' মেগাতে খলনায়কা 'মিশকা সেন'-এর চরিত্রে দেখা যাচ্ছে। এই মেগার হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। তবে তাঁর আগে অবশ্য মায়ের সঙ্গে 'ডান্স বাংলা ডান্স' -এর প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু মেগায় কাজ করতে এসেই ডিভোর্সি দীপঙ্করের প্রেমে পড়েন তিনি। আর সেখান থেকেই মায়ের সঙ্গে সমস্যা সৃষ্টি হয়। বাড়ি ছেড়ে এসে দীপঙ্করের সঙ্গে থাকতে শুরু করেন তিনি। সম্পর্ক নিয়ে শুরু থেকেই কোনও লুকোছাপা করেননি অহনা। তবে বিয়ের ক্ষেত্রে বেশ অনেকটা গোপনীয়তা বজায় রেখেছিলেন তিনি। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর নাকি তাঁরা বিয়ে সেরেছিলেন। ১ বছরের বেশি সময় এই সুখবরটাই চেপে রেখেছিলেন সকলের থেকে।