খুশি কাপুর এবং বেদাঙ্গ রায়নার সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই, তাঁদের মাঝে মাঝেই একসঙ্গে দেখা যায়। সম্প্রতি, খুশি ‘লাভিয়াপা’-এর হাত ধরে বড় পর্দায় পা রাখতে চলেছেন। তবে বিগ স্ক্রিনে ডেবিউয়ের আগেই বিয়ে নিয়ে তাঁর এবং তাঁর দিদি জাহ্নবীর কী পরিকল্পনা, তাও ভাগ করে নিয়েছেন নায়িকা।
সিদ্ধার্থ কন্ননকে দেওয়া এক সাক্ষাৎকারে খুশি বিয়ে নিয়ে তাঁর নানা ইচ্ছের কথা ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন যে, তাঁর দিদি জাহ্নবী কাপুর বিয়ের পর তিরুপতিতে থাকতে চান। খুশি বলেন, ‘দিদি তিরুপতিতে থাকতে চান। ওঁর ইচ্ছে ও চুলে জুঁই ফুলের মালা পরবেন, ওঁর স্বামীর মাথায় চাম্পি (তেল দিয়ে ম্যাসাজ) করবেন এবং ওঁর সন্তানদের কলা পাতায় খেতে দেবেন।’
আরও পড়ুন: বিয়েতেও আলিয়া সেজেছিলেন সব্যসাচীর পোশাকে, ‘আমাদের অনুপ্রেরণা…’, বাঙালি ডিজাইনারে মুগ্ধ রণবীর ঘরণী
আর বিয়ে নিয়ে তাঁর নিজের কী ইচ্ছে? জিজ্ঞাসা করা হলে, খুশি বলেন, ‘আমি মুম্বইয়ের মেয়ে, আমি চাই আমার বাবা বনি কাপুর আমার বিয়ের পর আমার সঙ্গে একই বিল্ডিংয়ে থাকুন।’ তাছাড়াও নায়িকা চান স্বামী, দুই সন্তান এবং কুকুরে ভরা তাঁর একটা সংসার হোক তাঁর।
তবে দিদি জাহ্নবী তাঁর বরের মাথায় চাম্পি করতে চায়। এক্ষেত্রে খুশির কী মত? তিনিও কি তাই চান? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘না, এটা জাহ্নবীর জন্যই থাক। আমি আলাদা কিছু করে নেব।’
আরও পড়ুন: বাঙালি পরিচালক সুজয় ঘোষ নন, সিদ্ধার্থ আনন্দই পরিচালনা করছেন 'কিং'! এবার সিলমোহর দিলেন শাহরুখ
খুশি আরও জানান যে, বিয়ে নিয়ে ছোট থেকেই তাঁর অনেক স্বপ্ন রয়েছে। এমনকী ছোটবেলায় খুশি তাঁর বন্ধুদের সঙ্গে বিয়ে সংক্রান্ত খেলা খেলতেন বলেও জানিয়েছেন। এই অনুষ্ঠানের জন্য ওঁর যে অনেক উৎসাহ রয়েছে তাও জানিয়েছেন নায়িকা।
কাজের সূত্রে, খুশি অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাভিয়াপা’ -এর হাত ধরে বড় পর্দায় পা দিতে চলেছেন। ছবিটি ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিতে আমির খানের ছেলে জুনায়েদ খান অভিনয় করেছেন। তাঁরা ছাড়াও এই ছবিতে থাকবেন গ্রুশা কাপুর, আশুতোষ রানা এবং তনভিকা পার্লিকার সহ আরও অনেকে। ছবিটি আধুনিক সময়ের সম্পর্ক আর তার নানা সমস্যাগুলি তুলে ধরেছে।
খুশি সম্পর্কে
খুশি প্রয়াত শ্রীদেবী এবং প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে। ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া জোয়া আখতারের পরিচালনায় 'দ্য আর্চিস' দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। শাহরুখ খান এবং গৌরী খানের মেয়ে সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাও 'দ্য আর্চিস'-এর হাত ধরে বলিউডে ডেবিউ করেন।