শুরু হতে চলেছে ইন্ডিয়ান আইডল ১৫। এই বছর এই জনপ্রিয় রিয়েলিটি শো ২০ বছর পূর্ণ করবে। এই মাসের শেষেই শুরু হচ্ছে অডিশন। তবে এবার জানা গেল এই শোতে আগের বারের মতো সঞ্চালক হিসেবে থাকছেন না হুসেন কুয়াজেরওয়ালা। তাহলে কাকে দেখা যাবে সেই ভূমিকায়? সেটাই প্রকাশ্যে এল এদিন।
আরও পড়ুন: টলিউডের ওমেন্স ফোরাম আসলে 'আইওয়াশ'? ক্ষোভ উগরে শ্রীলেখা কেন বললেন, 'নাটক যত'?
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর আপডেট
জানা গিয়েছে এবারের ইন্ডিয়ান আইডল সিজন ১৫ তে সঞ্চালক হিসেবে আবারও থাকবেন এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের বহু পুরোনো হোস্ট আদিত্য নারায়ণ। আদিত্য বহুদিন ধরেই বিভিন্ন ধরনের রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করে আসছেন। তিনিই দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান আইডলের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু গত সিজনে তিনি জি টিভির সারেগামাপা করছিলেন বলেই তাঁকে দেখা যায়নি ইন্ডিয়ান আইডল ১৪ তে। বরং তাঁর জায়গায় সঞ্চালনার দায়িত্ব সামলান হুসেন কুয়াজেরওয়ালা। এবার আবার তাঁকে সরিয়ে সেই জায়গায় ফিরছেন আদিত্য।
প্রসঙ্গত এটা ইন্ডিয়ান আইডলের ২০ বছর। তাই গোটা বিষয়টাই যে গ্র্যান্ড হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। এই বিষয় আরও একটা তথ্য দিয়ে রাখা ভালো। গত বছর, অর্থাৎ ইন্ডিয়ান আইডল সিজন ১৪ তেও একটি উইকেন্ডে ছিলেন না হুসেন। তখন আদিত্যকেই সঞ্চালনার দায়িত্ব পালন করতে দেখা যায়। এবার এই শোয়ের ২০ বছরের উদযাপনে তিনিই সঞ্চালনার গুরুভার সামলাতে চলেছেন।
আদিত্য এই বিষয়ে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই শ্যুটিং শুরু করে দিয়েছেন। তাঁর কথায়, 'হ্যাঁ আমি এবার এই শোতে থাকছি। দারুণ উচ্ছ্বসিত এবারের সিজন সঞ্চালনা করতে পেরে।'
কবে থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান আইডল?
আগামী ৩১ অগস্ট থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর অডিশন। প্রথম অডিশন হবে মুম্বইতে।