সকলে তাঁকে লাফটারসেন নামেই চেনেন। আরও ভালো ভাবে বললে 'বাবেশ' হিসেবেই তিনি বেশি পরিচিত সোশ্যাল মিডিয়ায়। যদিও তাঁর আসল নাম নিরঞ্জন মন্ডল। তিনি বাংলার অন্যতম খ্যাতনামা এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। আরজি কর কাণ্ড নিয়ে প্রবলভাবে সরব হয়েছেন তিনি। একই সঙ্গে এই সময় যখন সকলে রাজপথে নেমেছেন নির্যাতিতার বিচার চেয়ে, মেয়েদের নিরাপত্তা চেয়ে তখন হঠাৎই নিরঞ্জনের বলা তাঁর জীবনে ঘটে যাওয়া একটি তিক্ত অভিজ্ঞতার কথা ভাইরাল হয়েছে।
কী জানিয়েছেন নিরঞ্জন?
নিরঞ্জন ওরফে লাফটারসেন সমকামী। তিনি বাহ্যিক ভাবে পুরুষ হলেও, তিনি তাঁর অন্তরে, মননে, ভাবনায় মেয়ে। আর তাঁর এই সেক্স্যুয়াল ওরিয়েন্টেশনের জন্যই তাঁকে ছোট থেকেই বারংবার কটাক্ষ, সমালোচনা, হেনস্থার শিকার হতে হয়েছে। এমনকি কৈশোরে তাঁকে যৌন নিগ্রহের শিকার পর্যন্ত হয়!
সেই বিষাক্ত স্মৃতি হাতড়ে জোশ টকসকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিরঞ্জন জানিয়েছেন, 'আমরা যে সমাজে বাস করি সেখানে একটা ধারণা আছে পুরুষ মানেই আপনাকে সিংহ হতেই হবে। যেখানে আমাদের সংবিধান সমকামকে মেনে নিয়েছে সেখানে সমাজের কাছে এটা আজও পাপ। সমকামী হওয়া পাপ। আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমাদের পাশের বাড়িতে এক অবাঙালি দাদা থাকত। ওর কাছে অঙ্ক করতে যেতাম। ওই দাদা কিছুদিন পর আমার সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করে। আমি তখন এত ছোট ছিলাম যে এত কিছু বুঝতাম না। খালি ভাবতাম ভগবান শাস্তি দেবে।'
তবে আজ কেউ তাঁকে কটাক্ষ করলে, সমালোচনা করলে তাতে তিনি মোটেই পাত্তা দেন না। নিজের মতো, নিজের শর্তে বাঁচেন। মজার বা কখনও গভীর বার্তা আছে এমন ভিডিয়ো বানান।
আরও পড়ুন: 'আর আমি শাহরুখ!' ফ্রড কলে জেরবার! কেবিসি থেকে অমিতাভ ফোন করতেই ব্যক্তির উত্তর শুনে হেসে খুন নেটপাড়া