‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-র তরফে চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘যে কোনও ধর্মীয় বিশ্বাস থেকেই আসুন না কেন, দেশের প্রত্যেক নাগরিকই প্রভু শ্রীরামকে একজন ঈশ্বর হিসাবেই বিবেচনা করেন। তাই এই ছবি দেশের প্রত্যেক নাগরিকের বিশ্বাসকেই আঘাত করে।’
'আদিপুরুষ' নিষিদ্ধের দাবি তুলে প্রধানমন্ত্রীকে চিঠি
'আদিপুরুষ' নিয়ে বিতর্ক অব্যাহত। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছবি নিষিদ্ধ করার দাবি জানাল খোদ ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’। যেটি কিনা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত একটি স্বাধীন সংস্থা। প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে 'আদিপুরুষ' নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তাঁরা। তাঁদের তরফে পৌরাণিক মহাকাব্য রামায়ণকে বিকৃত করার অভিযোগ আনা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য পরিচালক ওম রাউত এবং চিত্রনাট্যকার মনোজ মুনতাশির শুক্লার বিরুদ্ধে FIR দায়েরের কথাও বলা হয়েছে।
সংবাদ সংস্থা ANI-র তরফে জানা যাচ্ছে, ‘অবিলম্বে সিনেমা প্রদর্শন বন্ধ করা এবং ভবিষ্যতের জন্যও আদিপুরুষ থিয়েটার এবং ওটিটি প্ল্যাটফর্মগুলিতে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে।’ ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-র তরফে চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘যে কোনও ধর্মীয় বিশ্বাস থেকেই আসুন না কেন, দেশের প্রত্যেক নাগরিকই প্রভু শ্রীরামকে একজন ঈশ্বর হিসাবেই বিবেচনা করেন। এই ছবিতে ভগবান রাম এবং এমনকি রাবনকে ভিডিও গেমের চরিত্রের মতো করে দেখানো হয়েছে। তাই এই ছবি দেশের প্রত্যেক নাগরিকের বিশ্বাসকেই আঘাত করে।’