আরজি কর আবহে শহরে দুর্গাপুজো ও উৎসবের আমেজ এখন অনেকটাই ফিকে। তবে ঠিক তখনই অন্যরকম আনন্দে মেতে উঠতে চলেছেন টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। তাঁর এই আনন্দ অবশ্যই অত্যন্ত ব্যক্তিগত। দেবীপক্ষের আবহেই দীর্ঘদিনের প্রেমিক সায়নদীপ সরকারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রূপসা।
কিন্তু বিয়ের দিনটি ঠিক কবে?
আজই, অর্থাৎ ৩ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যেয় ৪ হাত এক হতে চলেছে সায়নদীপ-রূপসার। হ্যাঁ, ঠিকই শুনছেন। ইতিমধ্যেই কনের সাজে সেজেগুজে এক্কেবারেই প্রস্তুত রূপসা। গতকাল অর্থাৎ বুধবারই আইবুড়োভাত খেয়েছেন রূপসা ও সায়নদীপ। আর আজ বৃহস্পতিবার লক্ষ্মীবারেই বসছে তাঁদের বিয়ের আসর। বেশ কয়েকমাস আগে নিজেই বিয়ের কার্ড শেয়ার করেছিলেন রূপসা চট্টোপাধ্যায়। ক্যাপশানে লিখেছিলেন ‘আমার বিয়ের কার্ড! আমার স্বপ্ন! সব সেট! শাদি ইনকামিং। দারুণ উত্তেজিত।’
প্রসঙ্গত, বহুদিন ধরেই সায়নদীপ সরকারের সঙ্গে সম্পর্কে আছেন রূপসা। দুজনেই সোশ্যাল মিডিয়াতেও বেশ খুল্লামখুল্লা ভাবেই দিতেন প্রেমের ছবি। কিন্তু কীভাবে আলাপ হয়েছিল সায়নদীপ ও রূপসার? একবার রূপসা নিজেই জানিয়েছিলেন, কমন ফ্রেন্ডের মাধ্যমে একে-অপরের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর ও সায়নদীপের। তারপর সেখান থেকে বন্ধুত্ব আর প্রেম। গত বছর ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন রূপসা ও সায়নদীপ। এরপর ঘটা করে বসেছিল তাঁদের এনগেজমেন্ট পার্টিও। সবকিছুই উঠে এসেছে তাঁদের সোশ্যাল মিডিয়ায়। বুধবার আইবুড়োভাত খাওয়ারও ছবি ও ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রূপসা।
এর আগে এর আগে দিদি নম্বর ১-এ এসে রূপসা বলেছিলেন, বিয়ের পাশাপাশি একদিন মেহেন্দি, একদিন সঙ্গীত, একদিন গায়ে হলুদ এবং বউভাত সবকিছু ঘরোয়া ভাবেই হবে। বর্তমানে নিজের মা-বাবার সঙ্গে জোকায় থাকেন রূপসা। আর বিয়ের পর শ্বশুরবাড়ি হবে সালকিয়াতে। বিয়ের পর ‘শাটেল ককের’ মতো এখানে-ওখানেই করে থাকার প্ল্যানই রয়েছে বলে জানিয়েছিলেন রূপসা। এরপর মাঝামাঝি কোথাও ফ্ল্যাট কিনে নেবেন।
তবে ইতিমধ্যেই নতুন ফ্ল্যাট কিনেও নিয়েছেন রূপসা। গত ১ বছর ধরে সেই ফ্ল্যাট সাজিয়েছেন তাঁরা দুজনে মিলেই। এবার সাতপাক ঘোরার পর সেই ফ্ল্যাটে নতুন সংসার সাজানোর অপেক্ষায় রয়েছেন রূপসা-সায়নদীপ।
এদিকে বুধবার আইবুড়োভাতের পাশাপাশি মেহেন্দির অনুষ্ঠানও হয়েছে রূপসা-সায়নদীপের। সেখানে দেখা গিয়েছে অনন্যা গুহ, সম্পূর্ণা মণ্ডলের মতো অভিনেত্রীদের। নাচে গানে জমজমাট ছিল সেই অনুষ্ঠান। অন্যদিকে সায়নদীপকে মেহেন্দি দিয়ে নিজের বুকে রূপসার নাম লিখতেও দেখা গিয়েছে।