কেউ লিখেছেন, ‘দয়া করে এমন ছবি পোস্ট করবেন না যা পুরুষদের উত্তেজিত করে’। কেউ লিখেছেন, ‘এমন ছবি দেখার জন্য প্রস্তুত ছিলা না।’ কারোর প্রশ্ন, ‘তুমিই এমনই সুন্দর, এই সব পড়ে ছবি পোস্ট করে কী লাভ হয়? তবে কেউ কেউ আবার অলিভিয়ার Hotness-এর প্রশংসা করে লিছেন, ‘পুরো আগুন’।
অলিভিয়া সরকার
সোশ্যাল মিডিয়ায় তারকাদের ফটোশ্যুটের ছবি পোস্ট করার ঘটনা মোটেও নতুন নয়। সম্প্রতি তেমনই এক ফটোশ্যুটের ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী অলিভিয়া সরকার। আর তাতেই একটু খোলামেলা ভাবে দেখা গিয়েছে অলিভিয়াকে।
ছবিতে অলিভিয়ার শার্টের প্রায় সবকটি বোতামই খোলা, আর তাতেই অন্তর্বাসের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে উন্মুক্ত স্তন যুগল। ব্যস, এমন ছবিই অলিভিয়াকে আক্রমণের জন্য কিছু নিন্দুকের হাতিয়ার হয়ে উঠেছে। অভিনেত্রীকে আক্রমণ করতে ছাড়েননি নেটপাড়ার একাংশ। কেউ লিখেছেন, ‘দয়া করে এমন ছবি পোস্ট করবেন না যা পুরুষদের উত্তেজিত করে’। কেউ লিখেছেন, ‘এমন ছবি দেখার জন্য প্রস্তুত ছিলা না।’ কারোর প্রশ্ন, ‘তুমিই এমনই সুন্দর, এই সব পড়ে ছবি পোস্ট করে কী লাভ হয়? তবে কেউ কেউ আবার অলিভিয়ার Hotness-এর প্রশংসা করে লিছেন, ‘পুরো আগুন’। কারোর মন্তব্য তিনিও নাকি একই কোম্পানির অন্তর্বাস ব্যবহার করেন।