১৪৩০ বঙ্গাব্দ পার করে আজ ১৪৩১। আজ বাঙালির ১লা বৈশাখ। নববর্ষের দিনটিতে যে যার নিজের মতো করে কাটানোর পরিকল্পনা করে ফেলেন সেলেবরা। অনেকেই এদিন রোজকার জীবনের ছক ভেঙে একটু অন্যভাবে কাটানোর পরিকল্পনা করে ফেলেন। এদিন আর শরীরচর্চা, ডায়েট নয়, অনেকের কাছেই পয়লা বৈশাখ মানেই ভুরিভোজ।
তবে সকলের থেকে বরাবরই হটকে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। এদিনও তাঁর দৈনন্দিন রুটিন বদলালো না। রোজকার মতোই এদিন সক্কাল সক্কাল স্পোর্টস সাইকেল নিয়ে বের হয়ে পড়েন গৌরব। বাইপাস ধরে দীর্ঘক্ষণ সাইকেল চালিয়ে পাড়ি দেন বহুদূর। তারই কিছু ঝলক অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। সেখানে তাঁকে স্পোর্টস সাইকেলের সঙ্গে হেলমেট পরে, আর শরীরচর্চার পোশাকেই দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে দেখা যাচ্ছে সঙ্গীদের গৌরব লিখেছেন, ‘১লা বৈশাখের অনেক শুভেছা সকলকে। সকাল সকাল নতুন জামা পরে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে।’