মহানায়ক উত্তম কুমারকে নিয়ে টলিউডে তৈরি হচ্ছে বায়োপিক। ‘অচেনা উত্তম’ আর ‘অতি উত্তম’ মোট দুটি ছবি তৈরি হচ্ছে অভিনেতাকে নিয়ে। ‘অচেনা উত্তম’-এর পরিচালনায় পরিচালক অতনু বসু। ‘অতি উত্তম’-এর পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়।
পরিচালক অতনু বসু গত বছরই ছবির ঘোষণা করেছিলেন। চলতি বছরের শুরুর দিকেই ‘অচেনা উত্তম’ ছবির শ্যুটিং শুরু হয়। টলিউডের একঝাঁক তারকাকে দেখা যাবে এই ছবিতে। মহানায়কের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। সুচিত্রা সেনের ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। দিতিপ্রিয়া রায়কে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে। প্রকাশ্যে এল ‘অচেনা উত্তম’-এর ট্রেলার।
আরও পড়ুন: বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে এই গাড়ি উপহার প্রিয়াঙ্কার, দাম শুনলে চমকে উঠবেন
বাংলার রুপোলি পর্দার এক এবং অদ্বিতীয় নায়ক উত্তম কুমার। তাঁর ভুবন ভোলানো হাসি, দৃঢ় চাহনি, সেই স্টাইল, ম্যানারিজম এবং বাঙালিয়ানা। অরুণ কুমার চট্টোপাধ্যায়ই একসময় হয়ে ওঠেন সকলের নয়নেরমণি উত্তম কুমার। পরবর্তীতে তিনি ‘মহানায়ক’ উপাধি পান। অচেনা সেই অরুণ কুমার চট্টোপাধ্যায়ের উত্তম কুমার হয়ে ওঠার গল্প রুপোলি পর্দায় তুলে ধরবেন পরিচালক অতনু বসু।