ছোট পর্দার জনপ্রিয় মুখ শার্লি মোদক এবং অভিষেক বসু। চলতি বছরের ২৯ এপ্রিল সই সাবুদ করে চার হাত এক হয়েছে তাঁদের। তারপর হঠাৎ করেই বুধবার বিয়ের ২ মাসের মাথায় তাঁদের পোস্ট ঘিরে তৈরি হয়েছিল বিচ্ছেদের গুঞ্জন। তবে সেই সব নস্যাৎ করে হঠাৎ শার্লিকে মেনশন করে আদুরে পোস্ট অভিষেকের। নায়িকাও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে তা ভাগ করে নেন অভিষেকের স্টোরি।
আরও পড়ুন: বিয়ের মাত্র ২ মাসের মাথায় বিচ্ছেদের পথে শার্লি-অভিষেক? পোস্ট ঘিরে রহস্য
ঘটনা কী ঘটেছে?
বুধবার শার্লি মোদক এবং অভিষেক বসুর দুটি অদ্ভুত পোস্ট প্রকাশ্যে আসে। অভিষেক ইনস্টাগ্রামে একটি পোস্টে শেয়ার করে লেখেন, ‘এমন কিছু আছে যা তোমার মন ভেঙে দেয় কিন্তু তোমার দৃষ্টিভঙ্গিকে দৃঢ় করে।’ অন্যদিকে, শার্লিও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘কিছুই চিরস্থায়ী নয়।’ তাঁদের এই রহস্যময় পোস্ট ঘিরে স্বাভাবিক ভাবেই তৈরি হয় বিচ্ছেদের গুঞ্জন।
তবে অভিষেকের প্রোফাইলে তখনও তাঁদের বিয়ের ছবি সহ নানা মুহূর্তের ছবি ও ভিডিয়ো জ্বলজ্বল করছিল। অন্যদিকে, শার্লির প্রোফাইলেও অভিষেকের সমস্ত ছবি ও ভিডিয়ো ছিল। ফলে সবটা মিলিয়ে আদৌও কি হয়েছে তা বোঝা যাচ্ছিল না। তাঁরা হঠাৎ কেন এমন পোস্ট করলেন তা নিয়েও তৈরি হয়েছিল ধোঁয়াশা।
আরও পড়ুন: গর্ভাবস্থায় স্পিড বোর্ডে চড়লেন অহনা? 'কী সাহস আমার…', লিখলেন নায়িকা