গতবছর থেকেই বক্স অফিসে তেমv হিট সিনেমা দিতে পারেনি বলিউড। সারা বছরে দুটি বা তিনটি হিট সিনেমা ছাড়া তেমন ভাবে উল্লেখযোগ্য কোনও সিনেমাই চোখে পড়ার মতো ছিল না। তাহলে কি বলিউডের খারাপ সময় শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেছেয এই প্রসঙ্গে কী বললেন আমির খান?
সাম্প্রতিক হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় আমির খান বলেন, ১৯৭০ থেকে ৮০ দশকের তুলনায় বলিউড এখন অনেক বেশি উন্নতি করেছে। তবে এটাও ঠিক যে এই মুহূর্তে বলিউডের খারাপ সময় চলছে, তবে এটা একটি চক্র। খারাপ সময় পার করে আবার ভালো সময় আসতে বেশি দেরি হবে না।'
আরও পড়ুন: ২ লক্ষ টাকার ‘সুপারি’, সলমনের পর প্রাণনাশের হুমকি টাইগারকে, পুলিশের হাতে পড়ল ধরাও
অন্যান্য চলচ্চিত্র জগতের সঙ্গে তুলনা টেনে বলিউডকে নিয়ে উপহাস প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় না শুধু হিন্দি ছবি ছাড়া বাকি অন্যা ভাষার ছবি দারুণ কাজ করছে। হিন্দি ছবির মান কী তামিল, তেলুগু, মালায়ালম, বাংলা কিংবা মারাঠি ছবির জগতের থেকে কি আলাদা? প্রত্যেকটিই শিল্প জগতের সঙ্গে যুক্ত। তাই এগুলোকে আলাদা করার কোনও মানেই হয় না।’
আমির বলেন, ‘আমি সিনেমা জগতে এসেছি ১৯৮৮ সালে। তখন ভারতীয় সিনেমার যেমন অবস্থা ছিল, তার থেকে অনেক উন্নতি হয়েছে। অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। তবে প্রত্যেক ক্ষেত্রেই উত্থান পতন আসে, এক্ষেত্রেও তাই। আমরা এখন একটি খারাপ সময়ের মধ্যে যাচ্ছি, তবে খুব তাড়াতাড়ি সেটা পাল্টে যাবে।’
আরও পড়ুন: রাগী বিক্রম থেকে ভীতু অনির্বাণ, ‘মৃগয়া’-র ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন ঋত্বিক
আরও পড়ুন: আত্মহত্যা করলেন ‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা, মানসিক অবসাদ নাকি অন্য কিছু?
আমির খানের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দর্শকদের মধ্যে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘আপনি যদি মনে করেন ৮০ দশকে সিনেমা ইন্ডাস্ট্রি খারাপ সময়ের মধ্যে যাচ্ছিল, তাহলে আপনি ভুল করছেন।’ অন্য একজন লিখেছেন, ‘রিমেক নয়, মৌলিক কন্টেন্ট ব্যবহার করলেই হিন্দি ইন্ডাস্ট্রির উন্নতি হওয়া সম্ভব।’ অন্য একজন লিখেছেন, ‘এখন বড় পর্দা থেকে ওয়েব সিরিজের গল্প অনেক বেশি মানুষকে আকৃষ্ট করে।’