গত ২০ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত ‘সিতারে জমিন পর’। তবে বড় পর্দার পাশাপাশি অন্য সিনেমার মতো এই ছবিটি ডিজিটাল প্লাটফর্মে মুক্তি দিতে নারাজ ছিলেন অভিনেতা। ছবির ব্যবসার খাতিরেই এই সিদ্ধান্ত নেওয়া। তবে সিনেমাটি ডিজিটাল প্লাটফর্মে মুক্তি না পেলেও আমির জানিয়েছিলেন, একটি নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে মানুষ এই সিনেমাটি দেখতে পাবেন ইউটিউবের পর্দায়।
ইউটিউবে ছবি মুক্তির ঘোষণার কিছুদিনের মধ্যেই ছেলের সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করে আমির জানান, ‘সিতারে জমিন পর’ ১০০ টাকায় দেখতে পাওয়া যাবে ইউটিউবে। এই ঘোষণাটি করার পর এবার আরও একটি বড় ঘোষণা করলেন আমির।
আরও পড়ুন: 'রঘু ডাকাত'-এর টিজারে সাদা চুল, ক্রুর হাসিতে বাজিমাত অনির্বাণের! সোহিনী-রূপা-ইধিকাদের লুকেও বড় চমক
আরও পড়ুন: 'ও যদি ছোট না হত...', প্রসেনজিতের কোন কথায় চোখে জল এল চঞ্চল চৌধুরীর?
যেহেতু ১৫ তারিখ স্বাধীনতা দিবস, ১৬ তারিখ জন্মাষ্টমী এবং ১৭ তারিখ রবিবার হওয়ার কারণে পরপর তিনদিন ছুটি আছে, তাই ছুটিকে আরও স্পেশাল করে তোলার জন্য আমির খান নিয়ে এলেন একটি বিশেষ অফার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে অভিনেতা ঘোষণা করেন, ১০০ টাকার বিনিময় নয়, এবার মাত্র ৫০ টাকার বিনিময়ে ইউটিউবে দেখতে পাওয়া যাবে সিনেমাটি।
যদিও এই অফারটি সীমিত সময়ের জন্য। মূলত স্বাধীনতা দিবসের উপহার হিসেবেই এই অফার নিয়ে এসেছেন আমির। আমিরের এই ঘোষণা শুনে ভীষণ খুশি সাধারণ মানুষ। টানা ছুটিতে আমির খানের সিনেমা, তাও আবার অর্ধেক টাকায়, এমন সুযোগ তো বারবার পাওয়া যায় না! তাই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ দর্শকরা।
প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত 'সিতারে জামিন পর’ ছবির সিক্যুয়েল এই ছবিটি। তবে ছবির ট্রেলার মুক্তি পেতেই অনেকে দাবি করেছিলেন সিনেমাটি স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়নস’ ছবির হুবহু নকল। সিনেমায় একজন বাস্কেটবল কোচের ভুমিকায় অভিনয় করেছেন আমির।
আরও পড়ুন: ‘ভাই দারুণ লেগেছে…’, 'রক্তবীজ ২' টিজার মুক্তি পেতেই অঙ্কুশকে শুভেচ্ছাবার্তা দেবের
আরও পড়ুন: বক্স অফিসে উঠল ঝড়, প্রথম দিনেই ধূমকেতুর আয় ছাড়াল কোটি টাকার গণ্ডি
এই সিনেমায় আমির ছাড়াও অভিনয় করেছেন জেনেলিয়া ডিসু'জা। অভিনয় করেছেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনসালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর।