বর্তমানে কৌশিকী চক্রবর্তী মুম্বইতে রয়েছেন। আগামী ১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে অনন্ত আম্বানি এবং রাধিকার মার্চেন্টের বিয়ে। সেখানেই পারফর্ম করবেন অজয় চক্রবর্তীর কন্যা। তার আগেই ভাইরাল হল গায়িকার অন্য একটি অনুষ্ঠানের ভিডিয়ো।
কৌশিকী চক্রবর্তীর ভাইরাল ভিডিয়ো
সম্প্রতি একটি এনজিওর জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে পারফর্ম করেন কৌশিকী চক্রবর্তী। তবে একা নয়। সেখানে তাঁর এবং বিজয় প্রকাশের যুগলবন্দি শোনা যায়। তাঁদের সেই পারফরমেন্সের একটি ক্লিপ ভাইরাল হয়েছে। সেটি পোস্ট করা হয়েছে গায়িকার একটি ফ্যান পেজের তরফে।
আরও পড়ুন: টাইমস স্কোয়ারে সামনে সুরঙ্গনার ঠোঁটে ঠোঁট রাখলেন ঋদ্ধি, ভাইরাল ছবি দেখে কী লিখলেন সৃজিত?
এই ভিডিয়ো দেখে রীতিমত মুগ্ধ নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, 'আপনারা দিনে কত ঘণ্টা করে রেওয়াজ করেন?' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'মা সরস্বতী যেন দুজনের গলাতেই বসে রয়েছেন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'পুরোটা পোস্ট করবেন তো, অসাধারণ লাগল শুনতে। এটাকেই বলে যুগলবন্দি।'
আম্বানিদের বিয়েতে কৌশিকী চক্রবর্তীর পারফরমেন্স
রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক গায়ক যেমন অ্যাডেলে, ড্রেক, লানা ডেল রে পারফর্ম করবেন অনন্ত রাধিকার বিয়েতে। এছাড়া বেশ কিছু ভারতীয় সঙ্গীত শিল্পীরাও থাকবেন। জানা গিয়েছে শ্রেয়া ঘোষাল প্রিওয়েডিংয়ের পর অনন্ত রাধিকার বিয়েতেও পারফর্ম করবেন। এছাড়া থাকবেন সোনু নিগম, শঙ্কর মহা দেবন, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী, প্রমুখ। অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠান চলবে ১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত।
কৌশিকী চক্রবর্তীর অন্যান্য কাজ
কৌশিকী চক্রবর্তীকে বর্তমানে বাংলার সারেগামাপা রিয়েলিটি শোতে বিচারক হিসেবে দেখা যাচ্ছে। তিনি সেখানে ৮ বিচারকের অন্যতম। সদ্যই একটি পর্বে তাঁকে এক প্রতিযোগীর সঙ্গে মঞ্চে পারফর্মও করতে দেখা গিয়েছে।