মাঠের লড়াইয়ে দুর্দান্ত সব উত্তেজক মুহূর্তের সাক্ষী থাকেন ক্রিকেটপ্রেমীরা। তবে গ্যারালিতে নিতান্ত অস্বস্তিজনক এক অভিজ্ঞতার মুখে পড়তে হয় যুবরাজ সিংকে। যুবির বিব্রত হওয়ার মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ম্যাচে সম্মুখসমরে নামে ভারত ও টুর্নামেন্টের যুগ্ম আয়োজক আমেরিকা। এই ম্যাচের সময় ভিআইপি গ্যালারিতে হাজির ছিলেন যুবরাজ সিং। আসলে আইসিসি এবারের টি-২০ বিশ্বকাপের দূত নিযুক্ত করেছে যুবরাজকে। তাই তাঁকে মাঠে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে। ম্যাচের আগে ট্রফি নিয়ে মাঠে ঢুকতেও দেখা যাচ্ছে। পাশাপাশি আইসিসির বিভিন্ন ইভেন্টেও হাজির থাকছেন যুবরাজ।
ভারতের সব ম্যাচেই গ্যালারিতে হাজির ছিলেন যুবি। বুধবারও তার অন্যথা হয়নি। চোখের সামনে এমন সুপারস্টারকে দেখতে পেলে ক্রিকেটপ্রেমীদের উৎফুল্ল হওয়াই স্বাভাবিক। সেই কারণেই অনুরাগীদের সঙ্গে ছবি তোলা, অটোগ্রাফ দেওয়ার আব্দার মেটাতে হয় ক্রিকেটারদের। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামেও যুবরাজকে অনুরাগীদের ছবি তোলার আব্দার মেটাতে দেখা যায়।
আরও পড়ুন:- T20I-তে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট, বুমরাহকে টপকে সেরা তিনে হার্দিক
তবে এরই মাঝে যুবিকে বেশ অস্বস্তিতে পড়তে হয়। এক অনুরাগীর সঙ্গে সেলফি তোলার পরে যুবি ঘুরে দেখেন অন্য একজন মোবাইলে ছবি তোলার চেষ্টা করছেন। যুবি মোবাইলের ফেস দেখে মনে করেন বুঝি সংশ্লিষ্ট ক্রিকেটপ্রেমী তাঁর সঙ্গে ছবি তোলার চেষ্টা করছেন। তাই তিনি সামনের দিকে ঝুঁকে ফ্রেমে আসার চেষ্টা করেন।
তবে ভুল ভাঙে পরক্ষণেই। আসলে সেই দর্শক যুবির সঙ্গে নয়, নিজের সঙ্গে থাকা পরিবারের লোকজনের সঙ্গে সেলফি তুলছিলেন। বিষয়টি বুঝতে পেরেই যুবরাজ নিজেকে ফ্রেম থেকে সরিয়ে নেন। তবে তাঁর চোখে মুখে বিরক্তি ধরা পড়ছিল স্পষ্ট।