সিডনি টেস্টে (শুক্রবার থেকে শুরু হচ্ছে) জিততেই হবে। আর তারপর তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। সেখানে নিজেদের আশা মতো ফলাফল হলে তবেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে ভারত। অঙ্ক অনুযায়ী, ভারত যদি সিডনি টেস্টে জিতে যায়, তাহলে ১৯টি টেস্টের শেষে টিম ইন্ডিয়ার ঝুলিতে ১২৬ পয়েন্ট থাকবে। আর পয়েন্ট পার্সেন্টেজ (পিসিটি) হবে ৫৫.২৬ শতাংশ। সেই পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে শ্রীলঙ্কার হয়ে গলা ফাটাতে হবে ভারতকে। কারণ ওই সিরিজের ফলাফলের উপরই নির্ভর করবে যে ভারত টানা তৃতীয়বারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে কিনা। সেই সিরিজের ফলাফল কী হলে ভারত ফাইনালে উঠবে, তা পুরোটা দেখে নিন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা
শ্রীলঙ্কায় ০-০ ড্র করল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্টেই ড্র করে, তাহলে পয়েন্ট পার্সেন্টেজ হবে ৫৫.২৬ শতাংশ। অর্থাৎ ভারতের সমান হয়ে যাবে। কিন্তু এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বেশি সিরিজ জয়ের জন্য ফাইনালে উঠে যাবে ভারত।
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজের ফলাফল ১-১ হল
যদি শ্রীলঙ্কায় ১-১ ফলাফলে অস্ট্রেলিয়া সিরিজ শেষ করে, তাহলে অজিরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে। কারণ অজিদের পিসিটি হবে ৫৭.০১ শতাংশ। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। ভারত আটকে থাকবে ৫৫.২৬ শতাংশে। শ্রীলঙ্কা ৪৬.১৫ শতাংশেই থাকবে।
আরও পড়ুন: Gambhir on leaks from dressing room:মন খুলে কথা বলেছি, সাজঘরের কথা সাজঘরেই থাক, অকপট গম্ভীর
শ্রীলঙ্কায় ০-২ ব্যবধানে হারল অস্ট্রেলিয়া
অজিরা যদি শ্রীলঙ্কায় গিয়ে ০-২ ব্যবধানে হেরে যায়, তাহলে পিসিটি হবে ৫০ শতাংশ। সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে। আর শ্রীলঙ্কার পিসিটি হবে ৫৩.৮৪ শতাংশ। অর্থাৎ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারত।
শ্রীলঙ্কায় ০-১ ব্যবধানে হারল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া যদি ০-১ ব্যবধানে হেরে যায়, তাহলে পিসিটি হবে ৫৩.৫ শতাংশ। আর শ্রীলঙ্কা ৪৮.৭২ শতাংশে শেষ করবে। সেক্ষেত্রে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে।
আরও পড়ুন: Virat Kohli: ওঁকে বাদ দেওয়ার দাবি উঠছে, সেটা ভালো করেই জানে বিরাট, মন্তব্য প্রাক্তন পেসারের
অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে জিতল শ্রীলঙ্কায়
অজিরা শ্রীলঙ্কায় গিয়ে একটি টেস্টে জিতলেই ভারত আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে না। স্বভাবতই অস্ট্রেলিয়া যদি ১-০ ব্যবধানে জেতে, তাহলেও টেস্ট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যাবে। সেক্ষেত্রে অজিদের পিসিটি হবে ৫৮.৭৭ শতাংশ। যা ভারত এবং শ্রীলঙ্কার থেকে বেশি।
শ্রীলঙ্কায় ২-০ ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় একটি টেস্ট জিতলেই ভারতের সব আশা শেষ হয়ে যাবে। দুটি জিতলে তো কোনও কথাই নেই। কারণ সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার পিসিটি হবে ৬২.২৮ শতাংশ।
সিডনিতে ভারত ড্র করলেও আশা শেষ
ভারত যদি সিডনি টেস্টে ড্র করে, তাহলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে না। কারণ সেক্ষেত্রে ভারতের পিসিটি হবে ৫১.৭৫ শতাংশ। আর শ্রীলঙ্কায় দুটি টেস্টে হারলেও অজিদের পিসিটি ৫৩.৫১ শতাংশের নীচে নামবে না। তবে ফাইনালে উঠতে পারবে না অজিরা। কারণ শ্রীলঙ্কার পিসিটি হবে ৫৩.৮৫ শতাংশ। আর ফাইনালে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা খেলবে।