
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সত্তর রানের মতো ব্যবধানে জিতবে ভারত, সাত উইকেট নেবেন মহম্মদ শামি, নিউজিল্যান্ডের হয়ে ভালো খেলবেন ডারিল মিচেল- বিষয়টা এখন একেবারেই নতুন নয়। কিন্তু সেটা যদি কেউ বিশ্বকাপের সেমিফাইনালের আগেই বলে দিয়ে থাকেন, তাহলে সেটা নিশ্চিতভাবে অবাক হওয়ার মতো বিষয়। আর ঠিক সেটাই হয়েছে। বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে এরকমই ভবিষ্যদ্বাণী করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস তথা ধারাভাষ্যকার মাইক হেসেন। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা হতবাক হয়ে গিয়েছেন এটা ভেবে যে হেসেন কীভাবে বললেন এসব।
হেসেন সেই যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা সম্প্রচারিত হয় নিউজিল্যান্ডের স্কাই স্পোর্টস চ্যানেলে। ইউটিউবের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সেই ভিডিয়ো আপলোড করা হয়। আর প্রথম সেমিফাইনাল হয় বুধবার (১৫ নভেম্বর)। স্কাই স্পোর্টসের ওই ভিডিয়োয় দুই সঞ্চালক (এক পুরুষ ও এক মহিলা) বলেন যে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে হেসেন কী ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা দেখা যাক। আর তারপর হেসেনের সেই ভবিষ্যদ্বাণীর ভিডিয়ো শুরু করা হয়।
আরও পড়ুন: Rohit vs Cummins: ‘আমাদের ৭ জন বিশ্বকাপজয়ী’, কামিন্সের কথায় রোহিতের পালটা ‘ওটা ৮ বছর আগে হয়েছিল’
ওই ভিডিয়োয় দেখা যায়, হেসেনকে সঞ্চালক (এক পুরুষ) প্রশ্ন করছেন যে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ফলাফল কী হবে বলে তিনি মনে করেন। সেই প্রশ্নের জবাবে হেসেন বলছেন, ‘ভারত বেশ শক্তিশালী দল। আমার মনে হয়, ওরা ৭০ রানের মতো ব্যবধানে জিতবে। বিরাট কোহলির মতো কারও থেকে স্পেশাল কিছু দেখব। ও আজ নিজের ৫০ তম শতরান করার চেষ্টা করবে। নিউজিল্যান্ড বড় লক্ষ্যমাত্রা তাড়া করবে। সেইসময় বল কিছুটা নড়াচড়া করতে হবে। তাই মহম্মদ শামি আজ ছ'টি থেকে সাতটি উইকেট পেতে পারে। সাতটি উইকেট পেতে পারে মহম্মদ শামি। সম্ভবত নিউজিল্যান্ডের দিক থেকে মিচেল মূল তারকা হবে।’
আর হেসেনের সেই ভবিষ্যদ্বাণীর ভিডিয়ো দেখার পর হতবাক হয়ে যান মহিলা সঞ্চালক। তবে শুধু তিনি নন, হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনদের একাংশও। কারণ প্রথম সেমিফাইনালে ঠিক ৭০ রানেই জেতে ভারত। একদিনের ক্রিকেট কেরিয়ারে নিজের ৫০ তম শতরান করেন বিরাট। ছাপিয়ে যান সচিন তেন্ডুলকরকে। ৩৯৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে হয় নিউজিল্যান্ডকে। আর ১১৯ বলে ১৩৪ রান করেন মিচেল। যিনি কিউয়িদের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports