অবশেষে যেন একটা যুদ্ধ-যুদ্ধ আবহ তৈরি হল। খুব জোরদার না হলেও কিছুটা লড়াই লাগল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মার। বিশ্বকাপ ফাইনালের আগেরদিন অজি অধিনায়ক বলেন যে তাঁদের দলে ১২ জন আছেন, যাঁরা একদিনের বিশ্বকাপ জিতেছেন বা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। ২০১৫ সালে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ জেতেন ছয় থেকে সাতজন। ফলে তাঁরা জানেন যে ফাইনালে কী করতে হবে। জয়ের অনুভূতিটা কেমন হয়। সেটার প্রেক্ষিতে পালটা ভারতের অধিনায়ক রোহিত দাবি করেন যে কামিন্স যা বলছেন, সেটা আট বছর আগে হয়েছিল। তাই ওই বিষয়টা একেবারেই গুরুত্বপূর্ণ নয়। এখন কে কেমন খেলছেন, সেটা বেশি গুরুত্বপূর্ণ।
কামিন্স কী বলেন?
শনিবার সকালে সাংবাদিক বৈঠকে অস্ট্রেলিয়ার বলেন, 'আমার মনে হয়, সেয়ানে-সেয়ানে লড়াই হয়। আপনি দু'দলের স্বপক্ষেই বলতে পারেন। ভালো বিষয় হল যে আমাদের দলে ছয়-সাতজন আছে, যারা ২০১৫ সালে বিশ্বকাপ জিতেছিল। তাই আমরা ওই অনুভূতিটা জানি। কয়েকজন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী সদস্যও আছে। আলাদা ফর্ম্যাট হলেও (বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে)। আমাদের ১৫ জনের মধ্যে কমপক্ষে ১২ জন বিশ্বকাপ জিতেছে। সেই অনুভূতিটা ছিল আছে। কী করতে হয়, সেটা আমরা জানি। আমরা মাঠে নামতে ভয় পাচ্ছি না।'
পালটা রোহিত কী বললেন?
বিকেলে সাংবাদিক বৈঠকে কামিন্সের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে রোহিত বলেন, ‘আমার কাছে এরকম কোনও অ্যাডভান্টেজ থাকতে পারে না। তবে ও কোনদিক থেকে কথাটা বলেছে, সেটা আমি বুঝতে পারছি। কারণ ওই খেলোয়াড়দের ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে। তবে যখন এরকম টুর্নামেন্ট খেলা হয়, তখন বর্তমান ফর্ম, বর্তমান মানসিক অবস্থা কী আছে, সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়। ওটা আট বছর আগের ঘটনা। আমাদের দলে অনেকেই ফাইনাল খেলেছে। বিশ্বকাপের ফাইনালে খেলেনি। কিন্তু অনেক ফাইনাল খেলেছে।’
তিনি আরও বলেন, 'আমাদেরও দু'জন খেলোয়াড় আছে, যারা ২০১১ সালে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। অশ্বিন হয়ত ফাইনাল ম্যাচে খেলেনি। কিন্তু বিরাট খেলেছিল। যেমন বললাম, আমাদের দলের অনেকের ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে। চাপের মুহূর্তকে কীভাবে সামলাতে হবে, সেটা ওরা জানে। তো আমার মনে হয় না যে বাড়তি কোনও সুবিধা থাকবে। ওটা ওদের ভাবনা। আমাদের চিন্তাভাবনা কিছুটা আলাদা। আমরা এখনও পর্যন্ত যেরকম ক্রিকেট খেলে এসেছি, সেরকমভাবেই খেলতে হবে। তারপর দেখা যাক যে কী হয়।'