অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে টানা ৩টি জয় দিয়ে বিশ্বকাপ ২০২৩ অভিযান শুরু করে ভারত। এবার চতুর্থ ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ, যারা নিজেদের প্রথম ৩ ম্যাচে জয় পায় মাত্র ১টি। আফগানিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। তবে পরে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জোড়া ম্যাচে হারের মুখ দেখতে হয় শাকিব আল হাসানদের। এবার বাংলাদেশকে বিধ্বস্ত করে চলতি বিশ্বকাপে টানা চতুর্থ জয় তুলে নেয় ভারত। হারের হ্যাটট্রিক করে বাংলাদেশ।
বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস হারে ভারত। টস জিতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে নামা নাজমুল হোসেন শান্ত শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ভারত এই ম্যাচে মাঠে নামায় রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজকে।
বাংলাদেশ এই ম্যাচে মাঠে নামায় লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (ক্যাপ্টেন), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে।
9.35 PM: ম্যাচের সেরা কোহলি
পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে দুর্দান্ত শতরানের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন বিরাট কোহলি।
9.24 PM: কোহলির সেঞ্চুরি, দাপুটে জয় ভারতের
৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯৭ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন বিরাট কোহলি। বিরাট সেঞ্চুরি পূর্ণ করা মাত্রই ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আসলে রীতিমতো অঙ্ক কষে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন বিরাট। জয়ের জন্য় প্রয়োজনীয় রানের থেকে শতরানে পৌঁছতে কোহলির দরকার ছিল আরও বেশি রান। সিঙ্গল না নিয়ে ছক্কা হাঁকিয়ে বিরাট এক ঢিলে দুই পাখি মারেন। নিজের সেঞ্চুরিও পূর্ণ করেন, সেই সঙ্গে দলকেও পৌঁছে দেন জয়ের লক্ষ্যে। বাংলাদেশের ৮ উইকেটে ২৫৬ রানের জবাবে ভারত ৪১.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৬১ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি ১০৩ রান করে অপরাজিত থাকেন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৩৪ রান করে নট-আউট থাকেন লোকেশ রাহুল। ৪৭ রানে ২টি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।
9.14 PM: হাসানকে ছক্কা হাঁকালেন কোহলি
৩৯তম ওভারে হাসান মাহমুদের বলে ১টি ছক্কা মারেন বিরাট কোহলি। ভারতের স্কোর ৩ উইকেটে ২৩৮ রান। কোহলি ৮১ ও লোকেশ রাহুল ৩৪ রানে ব্যাট করছেন।
9.07 PM: শরিফুলকে চার-ছক্কা রাহুলের
৩৭তম ওভারে শরিফুল ইসলামের বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন লোকেশ রাহুল। ওভারে ১৪ রান ওঠে। ভারতের স্কোর ৩ উইকেটে ২২৩ রান। রাহুল ৩০ ও কোহলি ৭০ রানে ব্যাট করছেন।
9.02 PM: জয়ের জন্য ৪৮ রান দরকার ভারতের
৩৬ ওভারে ভারত সংগ্রহ করেছে ৩ উইকেটে ২০৯ রান। সুতরাং, জয়ের জন্য ১৪ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ৪৮ রান। কোহলি ৬৮ রানে ব্যাট করছেন। ১৮ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল।
8.52 PM: ২০০ টপকাল ভারত
৩৪তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ২০১ রান। জিততে ৫৬ রান দরকার তাদের। বিরাট কোহলি ৬৫ ও লোকেশ রাহুল ১৩ রানে ব্যাট করছেন।
8.48 PM: জিততে ৫৯ রান দরকার ভারতের
৩৩ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৯৮ রান। সুতরাং, জয়ের জন্য ১৭ ওভারে ৫৯ রান দরকার টিম ইন্ডিয়া। বিরাট কোহলি ৬৩ রানে ব্যাট করছেন। ১২ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল। কোহলি ৫টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১টি চার মেরেছেন লোকেশ রাহুল।
8.35 PM: শ্রেয়স আইয়ার আউট
২৯.১ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে মাহমুদুল্লাহর হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১৯ রান করেন তিনি। ভারত ১৭৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লোকেশ রাহুল। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৮৪ রান। কোহলি ৫৭ ও লোকেশ ৫ রানে ব্যাট করছেন। জিততে ২০ ওভারে ৭৩ রান দরকার ভারতের।
8.32 PM: ৭৯ রান দরকার টিম ইন্ডিয়ার
২৯ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১৭৮ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ২১ ওভারে ভারতের প্রয়োজন ৭৯ রান। কোহলি ৫৬ ও শ্রেয়স ১৯ রানে ব্যাট করছেন।
8.24 PM: হাফ-সেঞ্চুরি কোহলির
৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে এটি তৃতীয় অর্ধশতরান কোহলির। সার্বিকভাবে ওয়ান ডে কেরিয়ারে এটি কোহলির ৬৯তম হাফ-সেঞ্চুরি। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৭১ রান। বিরাট ৫০ ও শ্রেয়স ১৮ রানে ব্যাট করছেন।
8.18 PM: জিততে ৯৬ রান দরকার ভারতের
অর্ধেক ইনিংস শেষ। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৬১ রান। সুতরাং, জিততে শেষ ২৫ ওভারে টিম ইন্ডিয়ার দরাকর ৯৬ রান। বিরাট কোহলি ৪২ ও শ্রেয়স আইয়ার ১৬ রানে ব্যাট করছেন।
8.09 PM: ১৫০ ছুঁল ভারত
২৩তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। ২৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১৫০ রান। ৩৮ রানে ব্যাট করছেন বিরাট কোহলি। ৩৬ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৯ রানে ব্যাট করছেন শ্রেয়স আইয়ার।
7.54 PM: শুভমন গিল আউট
১৯.২ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় বাউন্ডারি লাইনে মাহমুদুল্লাহর হাতে ধরা পড়েন শুভমন গিল। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ৫৩ রান করে মাঠ ছাড়েন গিল। ভারত ১৩২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। ২০ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৪২ রান। কোহলি ৩৪ ও শ্রেয়স ৫ রানে ব্যাট করছেন।
7.49 PM: শুভমন গিলের অর্ধশতরান
৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৩০ রান। জয়ের জন্য ৩১ ওভারে ১২৭ রান দরকার টিম ইন্ডিয়ার। গিল ৫১ ও কোহলি ২৯ রানে ব্যাট করছেন।
7.37 PM: হাফ-সেঞ্চুরির দিকে এগোচ্ছেন গিল
১৬ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১১৫ রান। শুভমন গিল ৪৪ বলে ৪৪ রান করেছন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মেরেছেন। বিরাট কোহলি ১৪ বলে ২১ রান করেছেন। মেরেছেন ২টি চার ও ১টি ছক্কা।
7.27 PM: ১০০ টপকাল ভারত
রোহিত আউট হওয়ার পরে ক্রিজে এসেই ব্যাট হাতে ঝড় তোলেন বিরাট কোহলি। ২টি ফ্রি-হিট ডেলিভারিতে ১টি চার ও ১টি ছক্কা মারেন কোহলি। ১৩তম ওভারে হাসান মাহমুদ ২৩ রান খরচ করেন। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০৩ রান। গিল ৪০ ও কোহলি ১৩ রানে ব্যাট করছেন।
7.21 PM: রোহিত শর্মা আউট
১২.৪ ওভারে হাসান মাহমুদের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে তৌহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন হিটম্যান। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৪৮ রান করে আউট হন ভারত অধিনায়ক। ভারত দলগত ৮৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।
7.17 PM: ঝড়ের গতিতে রান তুলছে ভারত
১২তম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে ৩টি চার মারেন শুভমন গিল। ওভারে ১২ রান ওঠে। ১২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৮০ রান। রোহিত ৪১ ও গিল ৩৯ রানে ব্যাট করছেন।
7.08 PM: নাসুমকে জোড়া ছক্কা গিলের
দশম ওভারে নাসুম আহমেদের বলে ২টি ছক্কা মারেন শুভমন গিল। প্রথম পাওয়ার প্লে-র ১০ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৩ রান। রোহিত শর্মা ৩৭ ও শুভমন গিল ২৬ রানে ব্যাট করছেন।
7.05 PM: ৫০ ছুঁল ভারত
ইনিংসের নবম ওভারে ভারত দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে। ৯ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫০ রান। রোহিত শর্মা ৩৭ ও শুভমন গিল ১৩ রানে ব্যাট করছেন।
6.53 PM: আগ্রাসী ব্যাটিং রোহিতের
পঞ্চম ওভারে শরিফুল ইসলামের বলে ১টি চার মারেন রোহিত শর্মা। ৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৩ রান। রোহিত ১৮ বলে ২৭ রান করেছেন। মেরেছেন ৪টি চার ও ১টি ছক্কা। ১২ বলে ৬ রান করেছেন শুভমন গিল।
6.43 PM: শরিফুলকে চার-ছক্কা রোহিতের
তৃতীয় ওভারে শরিফুল ইসলামের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন রোহিত শর্মা। ওভারে ১২ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৬ রান। রোহিত ১৩ বলে ২১ রান খরচ করেছেন। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা।
6.38 PM: বাউন্ডারিতে খাতা খোলেন গিল
দ্বিতীয় ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই চার মারেন শুভমন গিল। ওভারে ৬ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৪ রান। রোহিত ৯ ও গিল ৫ রানে ব্যাট করছেন।
6.32 PM: রোহিতের বাউন্ডারিতে রান তাড়া শুরু ভারতের
যথারীতি শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেন শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন রোহিত। পঞ্চম বলে আরও ১টি চার মারেন হিটম্যান। প্রথম ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৮ রান।
6.02 PM: ২৫০ টপকে থামল বাংলাদেশ
বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৫৬ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ২৫৭ রান। ৩ বলে ৭ রান করে নট-আউট থাকেন শরিফুল ইসলাম। ১টি ছক্কা মারেন তিনি। ৭ বলে ১ রান করেন মুস্তাফিজুর। ১০ ওভারে ১টি মেডেন-সহ ৪১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন বুমরাহ। ১০ ওভারে ৩৮ রান খরচ করে ২টি উইকেট নেন জাদেজা। ৫৯ রানে ১টি উইকেট নেন শার্দুল। ৪৭ রানে ১টি উইকেট পকেটে পোরেন কুলদীপ।
5.58 PM: মাহমুদুল্লাহকে ফেরালেন বুমরাহ
৪৯.২ ওভারে জসপ্রীত বুমরাহর ইয়র্কারে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। বাংলাদেশ ২৪৮ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শরিফুল ইসলাম।
5.52 PM: সিরাজকে ছক্কা হাঁকালেন মাহমুদুল্লাহ
৪৯তম ওভারে মহম্মদ সিরাজের বলে ১টি ছক্কা মারেন মাহমুদুল্লাহ। ৪৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২৪৮ রান। ৩৪ বলে ৪৬ রান করেছেন মাহমুদুল্লাহ। সিরাজ ১০ ওভারে ৬০ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
5.40 PM: নাসুমকে ফেরালেন সিরাজ
৪৬.৫ ওভারে মহম্মদ সিরাজের বলে উইকেটকিপার লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন নাসুম আহমেদ। আউট হওয়ার আগে সিরাজের এই ওভারেই ২টি চার মারেন তিনি। ২টি বাউন্ডারির সাহায্যে ১৮বলে ১৪ রান করেন নাসুম। বাংলাদেশ ২৩৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুস্তাফিজুর রহমান।
5.34 PM: শার্দুলের বলে চার-ছক্কা মাহমুদুল্লাহর
৪৬তম ওভারে শার্দুল ঠাকুরের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন মাহমুদুল্লাহ। ওভারে ১৫ রান ওঠে। ৪৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২২৫ রান। মাহমুদুল্লাহ ৩২ রানে ব্যাট করছেন।
5.28 PM: ৫ ওভারের খেলা বাকি
৪৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহে রয়েছে ৬ উইকেটে ২১০ রান। মাত্র ৫ ওভারের খেলা বাকি রয়েছে। নিজেদের ইনিংসকে কতদূর টেনে নিয়ে যেতে পারে বাংলাদেশ, সেটাই হবে দেখার। ১৯ রানে ব্যাট করছেন মাহমুদুল্লাহ। ২৩ বলের ইনিংসে তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৪ রানে ব্যাট করছেন নাসুম।
5.18 PM: মুশফিককে ফেরালেন বুমরাহ
৪২.৩ ওভারে জসপ্রীত বুমরাহর বলে মুশফিকুর রহিমের দুরন্ত ক্যাচ ধরেন রবীন্দ্র জাদেজা। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৩৮ রান করে মাঠ ছাড়েন মুশফিক। বাংলাদেশ ২০১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাসুম আহমেদ।
5.16 PM: ২০০ টপকাল বাংলাদেশ
৪৩তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। ৪২.১ ওভারে জসপ্রীত বুমরাহর বলে ১ রান নিয়ে ২০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে তারা।
5.07 PM: ৪০ ওভারের খেলা শেষ
৪০ ওভারের খেলা শেষ। বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১৮৯ রান। ব্যক্তিগত ৩৪ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম। ৬ রান করেছেন মাহমুদুল্লাহ।
4.56 PM: তৌহিদকে ফেরালেন শার্দুল
৩৭.২ ওভারে শার্দুল ঠাকুরের বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন তৌহিদ হৃদয়। ৩৫ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন তৌহিদ। বাংলাদেশ ১৭৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাহমুদুল্লাহ। ৩৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৮১ রান।
4.53 PM: ১৩ ওভারের খেলা বাকি
৩৭ ওভারের খেলা শেষ। বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৭৮ রান। মুশফিকুর ৩৩ বলে ২৯ রান করেছেন। মেরেছেন ১টি চার ও ১টি ছক্কা। ৩৪ বলে ১৬ রান করেছেন তৌহিদ হৃদয়।
4.40 PM: প্রতিরোধ গড়ার চেষ্টায় মুশফিক
৩৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৬৪ রান। ২৩ বলে ২০ রান করেছেন মুশফিকুর রহিম। মেরেছেন ১টি ছয়। ২৬ বলে ১২ রান করেছেন তৌহিদ হৃদয়। তিনি এখনও কোনও বাউন্ডারি মারেননি।
4.32 PM: ১৫০ টপকাল বাংলাদেশ
৩২তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। ৩১.১ ওভারে জাদেজার বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ১৫০ রানের গণ্ডি পার করান মুশফিকুর। ৩২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৫৬ রান। ১৫ রানে ব্যাট করছেন মুশফিকুর।
4.26 PM: ওভার থ্রোয়ে জোড়া রান
৩০.৫ ওভারে শার্দুলের বলে ব্যাট লাগিয়ে ১ রানের জন্য দৌড় শুরু করেন মুশফিকুর রহিম। জাদেজা বল সরাসরি স্ট্রাইকার প্রান্তের স্টাম্পে ছুঁড়ে মারেন। বল স্টাম্পে লেগে ছিটকে যাওয়া মাত্র ওভার-থ্রোয়ে বাড়তি ১ রান সংগ্রহ করেন বাংলাদেশের দুই ব্যাটার। উল্লেখযোগ্য বিষয় হল, এবার লোকেশ রাহুল বল ধরে নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্পে ছুঁড়ে মারেন। ফের ১ রান সংগ্রহ করে বাংলাদেশ। সেই বলে ১ রানের বদলে ৩ রান পেয়ে যান মুশফিক। ৩১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৪৯ রান।
4.21 PM: ৩০ ওভারের খেলা শেষ
৩০ ওভারের খেলা শেষ। ৩০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৪৩ রান। তৌহিদ হৃদয় ৭ রানে ব্যাট করছেন। ৪ রান করেছেন মুশফিকুর রহিম।
4.11 PM: লিটনকে ফেরালেন জাদেজা
২৭.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন লিটন দাস। ৭টি বাউন্ডারির সাহায্যে ৮২ বলে ৬৬ রান করে মাঠ ছাড়েন লিটন। বাংলাদেশ ১৩৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম।
4.07 PM: লড়াই জারি লিটনের
২৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১৩৬ রান। ৬৬ রানে ব্যাট করছেন লিটন দাস। ৮১ বলের ইনিংসে তিনি ৭টি চার মেরেছেন। ৪ রানে ব্যাট করছেন তৌহিদ হৃদয়।
3.57 PM: সিরাজের বলে মেহেদির দুরন্ত ক্যাচ লোকেশের
২৪.১ ওভারে মহম্মদ সিরাজের বলে মেহেদি হাসান মিরাজের দুরন্ত ক্যাচ ধরেন লোকেশ রাহুল। ১৩ বলে ৩ রান করে মাঠ ছাড়েন মেহেদি। বাংলাদেশ ১২৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তৌহিদ হৃদয়। ২৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১৩১ রান।
3.53 PM: ফিল্ডিং করতে নামবেন না হার্দিক
বিসিসিআইয়ের তরফে হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে আপডেট দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, পান্ডিয়ার চোটের গুরুত্ব খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে চোটের জায়গায় স্ক্যান করাতে নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং, বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করে পান্ডিয়ার মাঠে ফেরার সম্ভাবনা নেই।
3.45 PM: হাফ-সেঞ্চুরি লিটনের
৫টি বাউন্ডারির সাহায্যে ৬২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লিটন দাস। ২০.৫ ওভারে কুলদীপের বলে ১ রান নিয়ে অর্ধশতরানের গণ্ডি টপকান তিনি। ওয়ান ডে ক্রিকেটে এটি তাঁর ১২ নম্বর অর্ধশতরান। ২১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১১৩ রান। লিটন ৫০ ও মেহেদি হাসান ১ রানে ব্যাট করছেন।
3.40 PM: শান্তকে ফেরালেন জাদেজা
১৯.৬ ওভারে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ১৭ বলে ৮ রান করেন বাংলাদেশ দলনায়ক। বাংলাদেশ দলগত ১১০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ।
3.34 PM: ১০০ টপকাল বাংলাদেশ
১৮তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। ১৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ১০৩ রান। লিটন দাস ৪৪ রানে ব্যাট করছেন। ৫ রান করেছেন নাজমুল হোসেন শান্ত।
3.25 PM: তানজিদকে ফেরালেন কুলদীপ
তানজিদ হাসানকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন কুলদীপ যাদব। ১৪.৪ ওভারে কুলদীপের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তানজিদ। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন বাংলাদেশের ওপেনার। বাংলাদেশ দলগত ৯৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৯৪ রান।
3.15 PM: হাফ-সেঞ্চুরি তানজিদের
৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ হাসান। ওয়ান ডে ক্রিকেটে এটি তাঁর প্রথম অর্ধশতরান। ১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৯০ রান। তানজিদ ৫০ ও লিটন ৩৭ রানে ব্যাট করছেন।
3.05 PM: জীবনদান পেলেন তানজিদ
১১.৩ ওভারে নিজের বলেই ফলো থ্রুয়ে তানজিদ হাসানের ক্যাচ ছাড়েন শার্দুল ঠাকুর। তানজিদ তখন ৪১ রানে ব্যাট করছিলেন। ১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৭২ রান। তানজিদ ৪২ ও লিটন ২৮ রানে ব্যাট করছেন।
3.00 PM: ৫০ টপকাল বাংলাদেশ
দশম ওভারে শার্দুল ঠাকুরের বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন তানজিদ হাসান। ওভারে ১৬ রান ওঠে। প্রথম পাওয়ার প্লে-র ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৬৩ রান। তানজিদ ৪০ ও লিটন ২১ রানে ব্যাট করছেন।
2.52 PM: চোট পেয়ে মাঠ ছাড়লেন হার্দিক, বোলিংয়ে কোহলি
নবম ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। তবে ৩টি বলে ২টি চার হজম করার পরে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। তাঁর ওভারের শেষ ৩টি বল করেন কোহলি। তিনি ২ রান খরচ করেন সেই ৩টি বলে। ৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৪৭ রান। তানজিদ ২৪ ও লিটন ২১ রানে ব্যাট করছেন।
2.39 PM: গিয়ার বদলাচ্ছে বাংলাদেশ
ষষ্ঠ ওভারে সিরাজের বলে ২টি চার মারেন লিটন দাস। সপ্তম ওভারে বুমরাহর বলে ১টি ছক্কা হাঁকান তানজিদ। অষ্টম ওভারে সিরাজের বলে ২টি চার মারেন তানজিদ। ৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৩৭ রান। তানজিদ ২৩ ও লিটন ১২ রানে ব্যাট করছেন।
2.29 PM: আউট হয়েও বাঁচলেন তানজিদ
৪.৪ ওভারে জসপ্রীত বুমরাহর ইয়র্কার কোনও রকমে ডিফেন্স করেন তানজিদ হাসান। তবে ভারতীয় ক্রিকেটাররা বুঝতেই পারেননি যে, বল ব্যাটে লাগার আগে ব্যাটসম্যানের প্যাড ছুঁয়েছিল। ভারত আবেদন জানালে তানজিদকে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়তে হতো। ৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১০ রান।

ভারত আবেদন জানালে আউট হতেন তানজিদ। ছবি- টুইটার।
2.17 PM: টাইট বোলিং বুমরাহর
৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৫ রান। বুমরাহ ২ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ১ রান খরচ করেছেন। ১ ওভার বল করে ৪ রান খরচ করেছেন মহম্মদ সিরাজ। ৯ বলে ৫ রান করেছেন তানজিদ। মেরেছেন ১টি চার। ৯ বল খেলে এখনও খাতা খুলতে পারেননি লিটন।
2.04 PM: ম্যাচ শুরু
তানজিদ হাসনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন লিটন দাস। ভারতের হয়ে বোলিং শুরু করেন জসপ্রীত বুমরাহ। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন তানজিদ। বাংলাদেশ প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে মাত্র ১ রান সংগ্রহ করে।
1.44 PM: বাংলাদেশের প্রথম একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (ক্যাপ্টেন), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
1.42 PM: ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।
1.35 PM: টস জিতলেন শান্ত
শাকিব আল হাসান চোটের জন্য এই ম্যাচে মাঠে নামতে পারেননি। তাঁর বদলে বাংলাদেশকে নেতৃত্ব দিতে নামেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস হারে ভারত। টস জিতে শান্ত শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, পুণেতে রান তাড়া করবে টিম ইন্ডিয়া। যদিও রোহিত শর্মা জানান যে, তিনি টস জিতলে শুরুতে বোলিং করার সিদ্ধান্তই নিতেন। সুতরাং, টসের ফলাফলে খুশি দুই ক্যাপ্টেনই।
1.30 PM: পিচ রিপোর্ট
পুণের বাইশগজ ব্যাটসম্যানদের হয়ে কথা বলবে বলেই আশা করা হচ্ছে। পিচ রিপোর্টে দীপ দাশগুপ্ত স্পষ্ট জানালেন যে, এই পিচে প্রচুর রান উঠবে। তবে সন্ধ্যার দিকে সিম বোলাররা অল্প-বিস্তর সাহায্য পেয়ে পারেন বলে মনে করা হচ্ছে।
1.17 PM: ২৫ বছরের প্রতীক্ষার অবসান
দীর্ঘ ২৫ বছর পরে ভারতের মাটিতে ওয়ান ডে খেলতে নামছে বাংলাদেশ। তারা শেষবার এদেশে ৫০ ওভারের ক্রিকেট খেলে ১৯৯৮ সালে। বাংলাদেশের হয়ে শেষবার ভারতের মাটিতে ওয়ান ডে খেলেছিলেন যাঁরা, তাঁদের মধ্যে মিনহাজুল আবেদিন বাংলাদেশের নির্বাচক, খালেদ মাহমুদ টিম ডিরেক্টর এবং আথার আলি খান ধারাভাষ্যকার হিসেবে এই ম্যাচের সঙ্গে জুড়ে রয়েছেন।
1.00 PM: মুখোমুখি সাক্ষাতের ফলাফল
ওয়ান ডে ফর্ম্যাটে ভারত-বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে মোট ৪০টি ম্যাচে মাঠে নেমেছে। ভারত জিতেছে ৩১টি ম্যাচ। বাংলাদেশ জিতেছে ৮টি। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। যদিও বাংলাদেশের বিরুদ্ধে শেষ ৪টি ওয়ান ডে ম্যাচের মধ্যে ভারত হেরেছে ৩টি ম্যাচে।
12.43 PM: বদলার ম্যাচ ভারতের
গত এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের ম্যাচে শেষবার ওয়ান ডে ফর্ম্যাটে সম্মুখসমরে নামে ভারত-বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের কাছে হারতে হয় টিম ইন্ডিয়াকে। যদিও ভারত তার পরেও এশিয়া কাপের ট্রফি হাতে তোলে। এবার বিশ্বকাপের মঞ্চে সেই হারের বদলা নেওয়ার সুযোগ টিম ইন্ডিয়ার সামনে।