বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > IND vs PAK: বাবরদের বিরুদ্ধে রোহিত ঝড় ভেঙে দিল অনলাইন স্ট্রিমিংয়ের সব রেকর্ড, হল নতুন নজির
পরবর্তী খবর
IND vs PAK: বাবরদের বিরুদ্ধে রোহিত ঝড় ভেঙে দিল অনলাইন স্ট্রিমিংয়ের সব রেকর্ড, হল নতুন নজির
1 মিনিটে পড়ুন Updated: 15 Oct 2023, 04:28 PM ISTTania Roy
২০২৩ বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচটি দেখার অপেক্ষায় ছিলেন গোটা বিশ্বের ক্রিকেট ভক্তরাই। যার জেরে শনিবার ভারত এবং পাকিস্তানের মধ্যে ২০২৩ আইসিসি বিশ্বকাপের ম্যাচটি ডিজনি প্লাস হটস্টারে একটি নতুন বিশ্বব্যাপী স্ট্রিমিং রেকর্ড তৈরি করেছে।
রোহিত শর্মা। ছবি: পিটিআই
বিশ্ব ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই চরম উন্মাদান। টেনশনের চোরাস্ত্রোত। হার্টবিট বেড়ে যাওয়া! শুধু চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যেই এই লড়াই এখন সীমিত নয়। দুই দেশের আঙিনা টপকে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে এই ম্যাচের উত্তাপ।
২০২৩ বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচটি দেখার অপেক্ষায় ছিলেন গোটা বিশ্বের ক্রিকেট ভক্তরাই। যার জেরে শনিবার ভারত এবং পাকিস্তানের মধ্যে ২০২৩ আইসিসি বিশ্বকাপের ম্যাচটি ডিজনি প্লাস হটস্টারে একটি নতুন বিশ্বব্যাপী স্ট্রিমিং রেকর্ড তৈরি করেছে। ৩.৫ কোটি দর্শক একই সঙ্গে একটি নির্দিষ্ট সময়ে ম্যাচের লাইভ স্ট্রিমিং ডিজনি প্লাস হটস্টারে দেখেছেন।
ভারতের কোনও আন্তর্জাতিক ম্য়াচ চলাকালীন এটাই অনলাইনে সবচেয়ে বেশী কনকারেন্টের নজির। এর আগে এই রেকর্ড ছিল জিও সিনেমা অ্যাপের দখলে। রোহিত শর্মার ব্যাটিংয়ের সময় ডিজনি প্লাস হটস্টারে কনকারেন্ট ৩ কোটি ১০ লক্ষে পৌঁছে গিয়েছিল। পুরো ম্য়াচ জুড়ে কনকারেন্ট ছিল প্রায় ২ কোটির উপরে।
ভারতের কোনও আন্তর্জাতিক ম্য়াচ চলাকালীন এটাই অনলাইনে সবচেয়ে বেশী কনকারেন্টের নজির। এর আগে এই রেকর্ড ছিল জিও সিনেমা অ্যাপের দখলে। রোহিত শর্মার ব্যাটিংয়ের সময় ডিজনি+হটস্টারে কনকারেন্ট ৩ কোটি ১০ লক্ষে পৌঁছে গিয়েছিল। প্রায় সারাটা ম্য়াচজুড়ে কনকারেন্ট থাকা ২ কোটির ওপরে।
স্ট্রিমিং জায়ান্টটি এক বিবৃতিতে বলেছে, ‘এটি ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়েই অর্জিত সর্বোচ্চ পিক কনকারেন্সি নম্বর। ১৪ অক্টোবর দুই দলের লড়াইটি এই ধরনের প্ল্যাটফর্ম এবং সারা দেশের ডিজিটাল স্পোর্টস দর্শকদের হাত ধরে নতুন রেকর্ড তৈরি করেছে।’
এই বছরের শুরুতে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফাইনালে একই সঙ্গে একই সময়ে ৩.২ কোটি দর্শকের রেকর্ড গড়েছিল। শনিবার আগের এই রেকর্ডটিও ছাপিয়ে গিয়েছে।