শুভব্রত মুখার্জি: ২০১৯ ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে মার্টিন গাপ্তিলের থ্রো ভেঙে দিয়েছিল কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীর হৃদয়। ক্রিজে ঢোকার আগেই এমএস ধোনির স্ট্যাম্প ভেঙে তাঁকে রান আউট করে দিয়েছিলেন গাপ্তিল। ওই একটি রান আউট ভারতের ফাইনাল খেলার স্বপ্ন শেষ করে দিয়েছিল। সেই একই ম্যাচের পুনরাবৃত্তি হতে চলেছে ২০২৩ সালে। ২০২৩ ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে ফের মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে দুই দল। আর বড় ম্যাচের আগেই এবার মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর লড়াই শুরু করে দিল নিউজিল্যান্ড দল। তাদের প্রাক্তন তারকা ক্রিকেটার রস টেলর সোজাসুজি বলে দিয়েছেন, এই ম্যাচের আগে চাপে থাকবে ভারত।
আরও পড়ুন: সেমিতে ভারতের বদলার ম্যাচ, নিউজিল্যান্ডকে হারাতে হলে কী করতে হবে রোহিতদের?
বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে রস টেলর বলেছেন, ‘আর কয়েক দিন বাদেই বিশ্বকাপের সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ড দলের। আর এমন আবহে দাঁড়িয়ে ২০১৯ সালের সেই সেমিফাইনালের তুলনা আসাটাই স্বাভাবিক। চার বছর আগেও ওই সেমিফাইনালে ফেভারিট দল হিসেবেই খেলতে নেমেছিল ভারত। আমাদের লক্ষ্য ছিল, যাতে আমরা নেট রানরেটটা ভালো রাখতে পারি। যাতে কোনও ভাবেই পাকিস্তানের সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ না থাকে। এবার দাঁড়িয়ে ভারত তো আগের বারের থেকেও বেশি ফেভারিট। একে নিজেদের মাঠে খেলা। তার উপরে দারুণ ফর্মে রয়েছে ভারতীয় দল। গ্রুপ পর্বে তো দুরন্ত ফর্মে ছিল তারা। আমাদের দল হিসাবে হারানোর কিছু নেই। আর এমন পরিস্থিতিতে কিন্তু নিউজিল্যান্ড দল ভয়ঙ্কর হয়ে ওঠে।’
তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় এই মুহূর্তে কোনও দলের মুখোমুখি হতে ভারত যদি নার্ভাস থেকে থাকে, তা হল এই নিউজিল্যান্ড দল। তবে এটা মানতেই হবে আমাদের সামনের চ্যালেঞ্জটাও খুব কঠিন। ২০১৯ সালেও ব্যাপারটা এমনটাই ছিল। ওই বিশ্বকাপে দুই দিন ধরে ম্যাচটা হয়েছিল। কারণ ছিল বৃষ্টি। আমার জন্য অদ্ভুত একটা পরিস্থিতি ছিল। আমি প্রথম দিন নট আউট ছিলাম। টেস্ট ক্রিকেটেই বিষয়টি খুব নার্ভাস করে দেয়। এখানেও তাই করেছিল। কারণটা ছিল ওয়ানডে বিশ্বকাপ। তার উপর আবার সেমিফাইনালের মতন একটা ম্যাচ। ওয়াংখেড়েতে টস গুরুত্বপূর্ণ হবে। নিউজিল্যান্ড যদি বল এবং ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারে, তাহলে তারা আত্মবিশ্বাস পাবে। দুই ইনিংসেই প্রথম দশ ওভার খুব গুরুত্বপূর্ণ। ভারত ব্যাট করলে আমরা চাইব যাতে ওদের ২-৩ উইকেট পড়ে যায়। তাহলেই তারা চাপে থাকবে। কারণ টপ অর্ডারের প্রথম তিন জনের উপর ওরা খুব ভরসা করে। শুভমন গিল রয়েছে।রয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ভারত যখন বল করছে তখনও গুরুত্বপূর্ণ যেমন রান করাটা, তেমন গুরুত্বপূর্ণ উইকেট বাঁচানো। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজদের বিরুদ্ধে লড়াইটা মোটেও সহজ হবে না।’