ফের এক প্রাক্তন পাক তারকার মুখে টিম ইন্ডিয়ার প্রশংসা। ওয়াসিম আক্রমের পর এবার রোহিত শর্মা বাহিনীর খেলায় মুগ্ধ হলেন কামরান আকমল। টিম ইন্ডিয়ার খেলা দেখে তিনি এতটাই খুশি হয়েছেন যে তিনি একটি বড় মন্তব্য করে বসেন। ভারতীয় ক্রিকেট টিমের প্রশংসার পাশাপাশি তিনি এক হাত নিলেন বাবর আজম বাহিনীকেও। তিনি বলে বসলেন বর্তমানে ভারতীয় দল অত্যন্ত শক্তিশালী এবং পাকিস্তান ভারতের সামনে কিছুই নয়। এখানেই শেষ নয়, তিনি আরও জানান বর্তমান পাকিস্তান দল মেইন ব্লুর থেকে ১০ বছর পিছিয়ে দেবে এবং টিম ইন্ডিয়ার 'বি' দল পর্যন্ত পাকিস্তানের এই বিশ্বকাপ দলকে সহজে পরাজিত করতে পারবে। কিন্তু কেন বলে বসলেন তিনি এই কথা?
ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে প্রাক্তন পাক তারকা ব্যাটার কামরান আকমলকে টিম ইন্ডিয়ার প্রশংসা করতে শোনা যায়। তিনি বলেন, 'এই মুহূর্তে যদি কোনও শক্তিশালী দল হয়ে থাকে সেটা হল ইন্ডিয়া। ব্যাটিং হোক কী বোলিং, দুই বিভাগেই এখন ভারত সেরা। টিম ইন্ডিয়ায় এই মুহূর্তে শক্তিশালী ব্যাটার রয়েছে যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার।'
এরপরেই তিনি সেই বড় মন্তব্য করে বসেন। কামরান বলেন, 'এই মুহূর্তে আমাদের পাকিস্তান দলের যা অবস্থা, তাতে আমরা টিম ইন্ডিয়া থেকে এখনও ১০ বছর পিছিয়ে। সত্যি বলতে গেলে ভালো হয়েছে কোনও রকমের দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না ভারত ও পাকিস্তানের মধ্যে। না হলে বাজে ভাবে হারতো বাবর আজম বাহিনী।'
প্রসঙ্গত, এই প্রথমবার নয়। বিশ্বকাপের আগে প্রাক্তন পাক তারকা সতর্ক করেছিলেন বাবর আজমদের টিম ইন্ডিয়া সম্পর্কে, এশিয়া কাপে লজ্জাজনক হারের পর। সেই ম্যাচে এবারের বিশ্বকাপের মতোই, ব্যাটে ও বলে, দুইভাবেই পাকিস্তানকে হাবুডুবু খাইয়েছে টিম ইন্ডিয়া। অর্ধশতরান আসে রোহিত শর্মা ও শুভমন গিলের ব্যাট থেকে এবং শতরান আসে বিরাট কোহলি ও কেএল রাহুলের থেকে। বল করতে নেমেও পেস ও স্পিন, দুই বিভাগই, পাকিস্তানকে বিপদে ফেলে। এবারের বিশ্বকাপেও রীতিমতো বাজেভাবে পাকিস্তান হারে টিম ইন্ডিয়ার কাছে। প্রথমে ব্যাট করে ৪৩ ওভারের মধ্যেই ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। এরপর রান তাড়া করতে নেমে রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ারের দ্রুত গতির ব্যাটিংয়ের সাহায্যে সহজেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।