Rajat Patidar Debut Test Cap: বিশাখাপত্তনমে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাঁর অধিনায়কত্বে, এদিন ভাইজ্যাগ টেস্টে অভিষেক করেছিলেন রজত পতিদার। সরফরাজ খানকে টপকে টেস্টে অভিষেক করার সুযোগ পেয়েছিলেন রজত। ভারতের প্রাক্তন খেলোয়াড় জাহির খানের হাত থেকে রজত পতিদার টেস্ট অভিষেকের টুপি পান। এই সময়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রজত। আবেগ ধরে রাখতে পারেননি তিনি। এই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
কেএল রাহুলের জায়গায় রজত পতিদার যখন ভারতীয় দলের হয়ে নামছেন তখন তিনি নিজের আনন্দ প্রকাশ করেন এবং সেই সময়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। এই সময়ে জাহির খান ও দলের কোচ রাহুল দ্রাবিড় নবাগতের পিঠ চাপড়ান এবং তাকে উৎসাহিত করেন। সতীর্থরাও তাঁর অভিষেকের জন্য রজত পতিদারকে অভিনন্দন জানান।
যে কোনও ক্রীড়াবিদের কাছে তাঁর অভিষেক ম্যাচটি অন্যতম গর্বের মুহূর্ত হয়ে থাকে। রজত পতিদারও নিজের জীবনের এই মুহূর্তটা চিরকাল স্মরণীয় করে রাখবেন। রজত পতিদার ২ ফেব্রুয়ারির দিনটি কখনও ভুলতে পারবেন না। সেদিনই ভারতের হয়ে তাঁর টেস্ট অভিষেক হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সোশ্যাল মিডিয়ায় পতিদারের প্রস্তুতির ভিডিয়ো শেয়ার করেছে। সেই ভিডিয়োতে রজত পতিদারের অভিষেকের সেই মুহূর্তটিও তুলে ধরা হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি ম্যাচের আগে কীভাবে প্রস্তুতির সময়ে কঠোর অনুশীলন করছিলেন। রজত পতিদারের ভক্তরা ভিডিয়োতে তাদের ভালোবাসা বর্ষণ করেছেন।
মধ্যপ্রদেশের হয়ে খেলেন ৩০ বছর বয়সি রজত পতিদার। টপ-মিডল অর্ডার ব্যাটার রজত পতিদার টেস্ট অভিষেকের আগে পর্যন্ত ৫৫টি ফার্স্ট ক্লাস ম্যাচের ৯৩টি ইনিংসে ব্যাট করে ৪৫.৯৭ গড়ে ৪০০০ রান করেছেন। এই মুহূর্তে তিনি ১২টি সেঞ্চুরি ও ২২টি হাফ-সেঞ্চুরি করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে রজত পতিদারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৯৬ রানের। ৫৩.৪৮ স্ট্রাইকরেটে ব্যাট করেছিলেন রজত পতিদার।
রজত পতিদার মধ্যপ্রদেশের হয়ে সচরাচর চার নম্বরে ব্যাট করেন। তিনি সম্প্রতি ভারতীয়-এ দলের হয়ে ওপেন করেন এবং তিন নম্বরে ব্যাট করে দারুণ পারফর্ম করেছিলেন। রজত পতিদার ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে ১টি একদিনের ম্যাচ খেলেছেন। জাতীয় দলের সঙ্গে বেশ কিছুদিন ধরে রয়েছেন তিনি। ভারতীয় দলে অভিজ্ঞতার বিচারে সরফরাজ তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন। আন্তর্জাতিক আঙিনায় সরফরাজের তুলনায় বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর । আইপিএলের মতো বড় মঞ্চে চাপ সামলানোর দক্ষতা দেখিয়েছিলেন পতিদার। সেই কারণেই হয়তো সরফরাজের বদলে রজত পতিদারকে খেলিয়েছে ভারতীয় টিম ম্যানেজেন্ট।