দীর্ঘ অপেক্ষার অবসান। ভক্তদের মনে আশা জাগিয়ে নেটে ব্যাট করতে দেখা গিয়েছে ভারতের তারকা উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্তকে। ভারত ও আফগানিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কুড়ি মিনিট ব্যাট শ্যাডো প্যাকটিস করতে দেখা যায় ঋষভকে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের চোট সারিয়ে দলে ফেরার লড়াই চালাচ্ছেন ২৬ বছর বয়সি এই ক্রিকেটার। তাঁর কাছে এখন পাখির চোখ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামা। জাতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও জাতীয় নির্বাচকদেরও নজর রয়েছে ঋষভের আইপিএলের পারফরম্যান্সের ওপর। ভারতীয় প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর ইতিমধ্যেই জানিয়েছেন তিনি আগামী জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঋষভকে দেখতে চান। তবে প্রাক্তন তারকা জোরে বোলার জাহির খান মনে করেন, আইপিএলে ঋষভ ফিরে এলেও, জাতীয় দলে তাঁর পক্ষে খেলা বেশ কঠিন।
২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হন ঋষভ। পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মেরুদন্ডে চোট ছিল। যার ফলে বিশ্বকাপে দলে জায়গা করতে পারেননি তিনি। অস্ত্রোপচার হওয়ার পর থেকেই ক্রিকেটে ফিরে আসা নিয়ে লড়াই চালাচ্ছেন পন্ত। বর্তমানে রয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানেই ফিটনেস ফিরিয়ে আনার লড়াই চালাচ্ছেন তিনি। এই আবহাওয়াই সামনে চলে এসেছে আইপিএল এবং তারপরেই ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই দলেই বাঁহাতি উইকেট কিপার ব্যাটারকে দলে দেখতে চান সুনীল গাভাসকর। এমনকী ঋষভ ফিট থাকলেও তাকে দলে নেওয়া উচিত বলে মনে করেন এই প্রাক্তন ভারত অধিনায়ক। গত বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত দিল্লি ক্যাপিটালসের একটি শিবিরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে দেখা যায় ঋষভকে। সৌরভ মনে করেন আইপিএলে নিজের ছন্দে ফিরে আসবেন এই বাঁহাতি। স্বাভাবিকভাবেই ঋষভের কাছে আইপিএল হতে চলেছে ফিরে আসার লড়াই। সেখানে তার পারফরমেন্সের ওপর নির্ভর করছে জাতীয় দলে থাকা না থাকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ঋষভের জাতীয় দলে ফিরে আসা নিয়ে অবশ্য অন্য কথা শুনিয়েছেন প্রাক্তন তারকা জোরে বলার জাহির খান। সম্প্রতি কালার সিনেপ্লেক্সের একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে জাহির জানান ঋষভ যদি আইপিএলে ফিরে আসে সেটা অবশ্যই খুশির সংবাদ। তবে জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরে আসাটা বেশ কঠিন বলে মনে করেন তিনি। জাহির বলেন, 'ঋষভ মাঠে ফিরে আসলে ক্রিকেটের সঙ্গে যুক্ত সকলেই খুব খুশি হবে। তবে ও যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে সেটা খুব একটা সহজ নয়। ওকে মাঠে ফিরে আসতে হবে এবং পারফর্মও করতে হবে। এই পর্যায়ে এটা খুব একটা সহজ বিষয় নয়। খেলার সঙ্গে নিজেকে অভ্যস্ত হতে এবং ছন্দে ফিরে আসতে হবে যা অনেকটা সময় সাপেক্ষ। আইপিএলে ও ফিরে আসলেও আমি মনে করি না টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ওর বিষয়ে ভাববে।'
অন্যদিকে ঋষভকে দলে নেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি জাতীয় দলের কোচ রাহুল। তিনি বলেন, 'উইকেট কিপার ব্যাটারের দিক থেকে আমাদের কাছে বেশ অনেকগুলো বিকল্প রয়েছে। সেখানে সঞ্জু, কিষাণ এবং ঋষভের মতো ক্রিকেটাররা রয়েছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের হাতে বেশ কিছু মাস রয়েছে।'