
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চার তৃতীয় ওয়ানডে চলাকালীন মাঠেই ঘুমিয়ে পড়লেন! বুধবার (১২ ফেব্রুয়ারি) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ইনিংসের মাঝপথে ডাগআউটে তাকে নিশ্চিন্তে ঘুমাতে দেখা যায়। যার ভিডিয়ো দারুণ ভাবে ভাইরাল হচ্ছে।
এই ঘটনাটি ঘটেছে ম্যাচে ইংল্যান্ডের ইনিংসের সময়। ২৫তম ওভারে এই মুহূর্তটি ক্যামেরায় দেখা যায়। ভারতীয় পেসার হর্ষিত রানা তখন লিয়াম লিভিংস্টোনকে বল করছিলেন। ওই ওভারের প্রথম বলেই তিনি ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলারকে (৬) আউট করেন, এরপর লিভিংস্টোনের বিরুদ্ধে টানা পাঁচটি ডট বল দেন।
এই মুহূর্তে ইংল্যান্ড ১৫৪/৫ স্কোরে চাপে ছিল। ঠিক তখনই ক্যামেরা ঘুরে যায় ইংল্যান্ডের ডাগআউটের দিকে, যেখানে দেখা যায় জোফ্রা আর্চার শান্তভাবে এক কোণে ঘুমিয়ে আছেন। এই দৃশ্য দেখে ভক্ত ও ধারাভাষ্যকাররা মজা করতে থাকেন।
ঘুমন্ত আর্চারের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন রবি শাস্ত্রী, যিনি মজার ছলে বলেন, ‘ঘুমানোর দারুণ সময়!’ আর্চার এই সফরে ইংল্যান্ডের চারটি টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডেতে খেলেছিলেন, তবে সফরে খুব বেশি প্রভাব ফেলতে পারেননি। পুরো সফরে মাত্র সাতটি উইকেট পেয়েছেন তিনি এবং ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন ইংল্যান্ডের এই পেসার।
উল্লেখ্য, তিনি এই ম্যাচেও খেলেননি তিনি। এমনকি দ্বিতীয় ওয়ানডেতেও দলের বাইরে ছিলেন। প্রথম ওয়ানডেতে নাগপুরে ৭ ওভারে ১/৩৯ উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন … ভিডিয়ো: আর্শদীপের বলে ডাকেট আউট হতেই আঙুল দিয়ে মাথার দিকে কী দেখালেন রোহিত?
এ দিকে, এই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও ইংল্যান্ড বড় ব্যবধানে (১৪২ রানে) পরাজিত হয়েছে। প্রথমে ব্যাট করে শুভমন গিলের সেঞ্চুরি ও শ্রেয়স আইয়ার-বিরাট কোহলির ফিফটিতে ভারত ৩৫৬ রান তোলে।
ইংল্যান্ডের ইনিংসের শুরুটা ভালো হলেও পরে পুরো দল ধসে পড়ে। বেন ডাকেট ও ফিল সল্ট মাত্র ৬.২ ওভারে ৬০ রানের জুটি গড়েন, তবে পরে টম ব্যান্টন (৩৮) ও গাস অ্যাটকিনসন (৩৮) ছাড়া আর কেউ বড় রান করতে পারেননি। পুরো দল ৩৪.২ ওভারেই অলআউট হয়ে যায়।
আরও পড়ুন … Champions Trophy 2025: দুবাই রওনা হওয়ার আগে ফর্মে ফিরলেন কোহলি! কেন খুশি নন পিটারসেন?
এই সফরে ৮টি সাদা বলের ম্যাচের মধ্যে ইংল্যান্ড মাত্র ১টি ম্যাচ জিতেছে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলটি একেবারেই ছন্দহীন অবস্থায় রয়েছে। তারা ২২ ফেব্রুয়ারি লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।
এই ০-৩ ব্যবধানে সিরিজ হার ইংল্যান্ডের জন্য আরেকটি ধাক্কা। এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ভারত তাদের ৪-১ ব্যবধানে হারিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলটি নিজেদের মোমেন্টাম ফিরে পেতে মরিয়া থাকবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports