India Squad For ICC U19 World Cup 2024: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ঘোষিত হল ভারতের যুব দল।
বিশ্বকাপের জন্য ভারতের যুব দল ঘোষিত। ছবি- এসিসি।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা ত্রিদেশিয় ওয়ান ডে সিরিজ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য অভিন্ন ভারতীয় দল ঘোষিত হল। যুব বিশ্বকাপের জন্য ১৬ জনের মূল স্কোয়াড বেছে নিয়েছে জাতীয় জুনিয়র নির্বাচকমণ্ডলী। তবে ত্রিদেশিয় সিরিজের জন্য স্ট্যান্ড-বাই হিসেবে অতিরিক্ত ৩ জন ক্রিকেটারের নামও জানিয়ে দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। এছাড়া অতিরিক্ত চারজন ক্রিকেটারকে রিজার্ভে রাখা হয়েছে।
ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়া ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে ইংল্যান্ডের যুব দল। ২৯ ডিসেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। ফাইনাল খেলা হবে ২০২৪-এর ১০ জানুয়ারি। তার পরেই ভারতীয় দল অংশ নেবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে।
ভারত আগামী ২০ জানুয়ারি ব্লুমফেন্টনে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করবে। বাংলাদেশ ছাড়া এ-গ্রুপে ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও আমেরিকা যুক্তরাষ্ট্র। ভারতীয় দল গ্রুপ লিগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ২৫ জানুয়ারি। ২৮ জানুয়ারি গ্রুপ ম্যাচে ভারতের প্রতিপক্ষ আমেরিকা। বেনোনিতে যুব বিশ্বকাপের ২টি সেমিফাইনাল খেলা হবে যথাক্রমে ৬ ও ৮ ফেব্রুয়ারি। বেনোনিতেই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ১১ ফেব্রুয়ারি।
ভারত আসলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের স্কোয়াডকেই ধরে রাখে যুব বিশ্বকাপের জন্য। সুতরাং, এশিয়া কাপের মতোই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও বাংলার কোনও ক্রিকেটারকে দেখা যাবে না। এমনকি ট্র্যাভেলিং স্ট্যান্ড-বাই অথবা রিজার্ভ, কোনও তালিকাতেই নাম নেই বাংলার কোনও ক্রিকেটারের।