
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
SA20 জয়ের হ্যাটট্রিক করা হল না সানরাইজার্স ইস্টার্ন কেপের। এসএ২০র ফাইনালে ওয়ান্ডারার্সে দুরন্ত জয় ছিনিয়ে নিল এমআই কেপটাউন। কার্যত সানরাইজার্সকে উড়়িয়ে দিয়ে তাঁরা শিরোপা জিতে নিল। ম্যাচের সেরা নির্বাচিত হলেন এমআই কেপটাউন দলের কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট। তাঁর দুরন্ত বোলিংয়েই ব্যাকফুটে চলে যায় সানরাইজার্স।
SA20র ফাইনালে ট্রেন্ট বোল্ট ম্যাচ জেতানো পারফরমেন্স করার পর তিনি টি২০ ফরম্যাটে এক বিরল নজির গড়ে ফেললেন। মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন বোল্ট। ফলে মুম্বইয়ের দলটির ঘরের ছেলের মতোই তিনি ওয়াংখেড়ে সম্মান পেয়ে থাকেন। এবার বিদেশেও এমআইয়ের হয়ে নজির গড়লেন বোল্ট।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
দীর্ঘদিন ধরেই মুম্বই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কোনও না কোনওভাবে জড়িত ট্রেন্ট বোল্ট। কিউয়ি পেসার মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ার পর যোগ দিয়েছিলেন এমআইয়ের অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের দলে। আর সেই প্রত্যেকটা লিগেই তিনি এমআইয়ের হয়ে ট্রফি জয়ের নজির গড়লেন। এমআই নিউইয়র্ক, এমআই এমিরেটসের পর এবার এমআই কেপ টাউনের হয়েও ট্রফি জিতলেন কিউয়ি তারকা।
এবারের SA20তে ১১ ম্যাচে ১১ উইকেট নেওয়া ট্রেন্ট বোল্ট ঠিক সময়ই জ্বলে ওঠেন ফাইনালে। তিনি মাত্র ৯রান দিয়ে তুলে নেন ফাইনালে জোড়া উইকেট। তাঁর শিকারের তালিকায় রয়েছেন টপ অর্ডার ব্যাটার জর্ডন হেরম্যান এবং দঃ আফ্রিকার তারকা ক্রিকেটার ট্রিস্টান স্টাবস। হারম্যানকে ১ রানে এবং স্টাবসকে ১৫ রানে তিনি সাজঘরে ফেরান। সেই সুবাদেই তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
২০২৩ সালে মেজর লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় আম্বানিদের ফ্র্যাঞ্চাইজি, সেই দলের সদস্য ছিলেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ২০২৪ সালে দুবাই ক্যাপিটালসকে হারিয়ে আইএলটি২০ চ্যাম্পিয়ন হয় এমআই এমিরেটস, সেই দলেও ছিলেন বোল্ট। এছাড়া ২০২০ সালে আইপিএলজয়ী মুম্বই ইন্ডিয়ান্স দলেরও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ফাইনালে খেলেন বোল্ট। প্রসঙ্গত SA20র ফাইনালে প্রথমে ব্যাট করে এমআই কেপটাউন তুলেছিল ৮ উইকেটে ১৮১ রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০৫ রানেই অলআউট হয়ে যায় সানরাইজার্স ইস্টার্ন কেপ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports