এমনিতে প্রকৃতিক দুর্যোগে অনুশীলন করার সুযোগ মিলছে কম। তার উপর প্র্য়াক্টিস গ্রাউন্ডের সুযোগ-সুবিধা নিতান্ত গড়পড়তা। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের আগে অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা বিরক্ত অনুশীল কেন্দ্রের খাবারের ব্যবস্থা নিয়েও। যদিও আইসিসি এক্ষেত্রে দায় ঝেড়ে ফেলছে। তাদের দাবি, প্র্যাক্টিস মাঠের পরিকাঠামো নিয়ে তো কোনও দলই অভিযোগ জানায়নি!
ভারতীয় দল বিশ্বকাপের প্রথম ৩টি লিগ ম্যাচ খেলবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তার পরে তারা রওনা দেবে ফ্লোরিডার উদ্দেশ্যে, যেখানে টিম ইন্ডিয়াকে তাদের শেষ লিগ ম্যাচে মাঠে নামতে হবে। ফ্লোরিডায় এর আগে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছে ভারত। সেখানকার প্র্যাক্টিস পরিকাঠামো আগে কখনও সমস্যায় পড়েনি টিম ইন্ডিয়া। তবে নিউ ইয়র্কের বিশ্বকাপ স্টেডিয়ামটাই নতুন।
পুজোর আগে মণ্ডপ তৈরির মতো বিশ্বকাপের আগে তড়িঘড়ি করে গড়ে তোলা হয়েছে অস্থায়ী স্টেডিয়াম। অন্যত্র তৈরি ড্রপ-ইন পিচ বসিয়ে দেওয়া হয়েছে মাঠের মাঝখানে। উল্লেখযোগ্য বিষয় হল, এখানে কোনও প্র্যাক্টিস পরিকাঠামো নেই। তাই নিউ ইয়র্কে বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে যে সব দলগুলিকে, আইসিসি তাদের অনুশীলনের ব্যবস্থা করেছে ক্যান্টিয়াগ পার্কে।
টিম ইন্ডিয়া ইতিমধ্যে গা ঘামিয়েছে সেখানে। যদিও প্রবল বৃষ্টির জন্য নির্ধারিত সূচি মেনে প্রতিদিন প্র্যাক্টিস করার সুযোগ হয়নি রোহিতদের। একে তো আইপিএলের পরে জাতীয় দলের জার্সিতে একজোট হয়ে পর্যাপ্ত সময় অনুশীলন করা সম্ভব হচ্ছে না। তার উপর অস্থায়ী পরিকাঠামোর সবটাই ঠেকা দেওয়া বলে মনে হয়েছে ভারতীয় দলের।
News18-এর রিপোর্ট অনুযায়ী ভারতীয় দলের এক সূত্র এই প্রসঙ্গে বলেন যে, ‘পিচ থেকে শুরু করে অন্যন্য সুযোগ-সুবিধা সব কিছুই অস্থায়ী। এটা বলা মোটেও ভুল হবে না যে, ব্যবস্থাপনা নিতান্ত গড়পড়তা। দল এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।’
উল্লেখ্য, ভারতীয় দল ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে লড়াই দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। তার আগে ১ জুন অর্থাৎ শনিবার বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। রোহিতদের অনুশীলন ম্যাচটিও অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কেই।
ভারতীয় দলের লিগ ম্যাচগুলির সূচি:-
১. ভারত বনাম আয়ারল্যান্ড- ৫ জুন (নিউ ইয়র্ক, ভারতীয় সময় রাত ৮টা)।
২. ভারত বনাম পাকিস্তান- ৯ জুন (নিউ ইয়র্ক, ভারতীয় সময় রাত ৮টা)।
৩. ভারত বনাম আমেরিকা- ১২ জুন (নিউ ইয়র্ক, ভারতীয় সময় রাত ৮টা)।
৮. ভারত বনাম কানাডা- ১৫ জুন (ফ্লেরিডা, ভারতীয় সময় রাত ৮টা)।