বিশ্বকাপের আগে ত্রিদেশীয় ওয়ান ডে টুর্নামেন্টের শুরুতেই দাপুটে জয় ভারতের মহিলা ক্রিকেট দলের। আইপিএল ২০২৫-এর মাঝেই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ট্রাই সিরিজের প্রথম ম্যাচে আয়োজকদের কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেন হরমনপ্রীত কৌররা।
কলম্বোয় ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত। বৃষ্টির জন্য ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৩৯ ওভার প্রতি ইনিংসে।
ক্যাপ্টেন আতাপাত্তু ওপেন করতে নেমে শুরুতেই আউট হয়ে বসায় জারিজুরি শেষ হয়ে যায় সিংহলিদের। শ্রীলঙ্কার ব্যাটিংয়ের মেরুদণ্ড হলেন ক্যাপ্টেন আতাপাত্তু। তিনি ১টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ৭ রান করে সাজঘরে ফিরতেই শ্রীলঙ্কার বড় রানের ইনিংস গড়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। শ্রীলঙ্কা ৩৮.১ ওভারে ১৪৭ রানে অল-আউট হয়ে যায়।
দলের হয়ে সব থেকে বেশি ৩০ রান করেন ওপেনার হাসিনি পেরেরা। ৪৬ বলের ইনিংসে তিনি ৪টি চার মারেন। ২৬ বলে ২৫ রান করেন কবিশা দিলহারি। তিনি ৩টি চার মারেন। উইকেটকিপার অনুষ্কা সঞ্জিবনী ৩৯ বলে ২২ রান করেন। তিনিও ৩টি চার মারেন। হর্ষিতা সমরাবিক্রমে ১৪, হংসিমা করুণারত্নে ৪, নীলাক্ষিকা সিলভা ১০ ও অচিনি কুলসূর্য ১৭ রান করেন।
দাপুটে বোলিং স্নেহ রানার
ভারতের হয়ে ৮ ওভারে ৩১ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন স্নেহ রানা। ৮ ওভারে ২৬ রান খরচ করে ২টি উইকেট নেন শ্রী চরণী। ৫.১ ওভারে ২২ রান খরচ করে একজোড়া উইকেট তুলে নেন দীপ্তি শর্মা। ৮ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট নেন অরুন্ধতী রেড্ডি।
আরও পড়ুন:- স্ট্রেট ড্রাইভ এত স্ট্রেট! সাত ওভারে ব্যাটার নিজেই দু'বার ছিকটে দিলেন স্টাম্প- ভিডিয়ো
পালটা ব্যাট করতে নেমে ভারত ২৯.৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৫৬ বল বাকি থাকতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে যায় ভারত। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন স্মৃতি মন্ধনা। তিনি ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন:- কালবৈশাখীর আগেই ইডেনে প্রিয়াংশ ঝড়, পৌনে ২৭ কোটির শ্রেয়সকে টপকে শীর্ষে অনেক কম দামি আর্য
ম্যাচের সেরা প্রতীকা
প্রতীকা রাওয়াল ৬২ বলে ৫০ রান করে নট-আউট থাকেন। তিনি ৭টি চার মারেন। ৭১ বলে ৪৮ রান করে নট-আউট থাকেন হার্লিন দেওল। তিনি ৪টি চার মারেন। শ্রীলঙ্কার হয়ে একমাত্র উইকেটটি নেন ইনোকা রণবীরা। ম্যাচের সেরা হন প্রতীকা।
উল্লেখ্য, ভারতের মহিলা ক্রিকেট দল এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে হাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে। পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতেই এমন উদ্যোগ নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।