চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন ঋষভ পন্ত। সিরিজের ৪টি ম্যাচের ৭টি ইনিংসে ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত তিনি ২টি শতরান ও ২টি অর্ধশতরান করেছেন। ম্য়াঞ্চেস্টার টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত অর্ধশতরানের দোরগোড়ায় দাঁড়ানো অবস্থায় চোট পেয়ে অবসৃত হন পন্ত। ৭টি ইনিংসে পন্তের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ১৩৪, ১১৮, ২৫, ৬৫, ৭৪, ৯ ও ৩৭ (অবসৃত) রান।
সিরিজের প্রথম ৩টি টেস্টে ইতিমধ্যেই একাধিক নজির গড়েছেন ঋষভ। তবে ম্যাঞ্চেস্টারের চতুর্থ টেস্টে ব্যাট করতে নেমে আরও একটি দুর্দান্ত ব্যক্তিগত রেকর্ড গড়ে ফেলেন পন্ত। এক্ষেত্রে তিনি অভিজাত তালিকায় রোহিত শর্মাকে টপকে যান। আপাতত ভারতের সর্বকালের সেরা হওয়ার দৌড়ে বীরেন্দ্র সেহওয়াগের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ঋষভ।
ম্যাঞ্চেস্টার টেস্টের দুই ইনিংস মিলিয়ে মোট ৩টি ছক্কা মারতে পারলে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারে পরিণত হওয়ার হাতছানি রয়েছে ঋষভ পন্তের সামনে। তিনি প্রথম ইনিংসে চোট পেয়ে মাঠ ছাড়ার আগে ১টি ছক্কা মারেন। সুতরাং, এই নিরিখে ভারতের সর্বকালের সেরা হতে পন্তের দরকার আর মাত্র ২টি ছক্কা। আপাতত ৪৭টি টেস্টের ৮২টি ইনিংসে ব্যাট করতে নেমে পন্ত সাকুল্যে ৮৯টি ছক্কা হাঁকিয়েছেন।
ভারতের হয়ে টেস্টে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে বীরেন্দ্র সেহওয়াগের। তিনি ১০৩টি টেস্টের ১৭৮টি ইনিংসে ব্যাট করে সাকুল্যে ৯০টি ছক্কা মেরেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, সেহওয়াগ আইসিসি একাদশের হয়ে মাঠে নেমে টেস্টে ১টি ছক্কা মেরেছেন। সেই ছক্কাটি এই হিসাবে বিবেচিত হচ্ছে না।
সুতরাং, সেই নিরিখে ঋষভ পন্ত সেহওয়াগের অর্ধেকও টেস্ট খেলেননি এখনও। তাতেই বীরুর রেকর্ড ছিনিয়ে নেওয়া কেবল ঋষভের সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে। ভারতের হয়ে টেস্টে মোট ৮৮টি ছক্কা মেরেছেন রোহিত শর্মা। তিনি ৬৭টি টেস্টের ১১৬টি ইনিংসে ব্যাট করে এমন কৃতিত্ব অর্জন করেন। সুতরাং, বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে রোহিত শর্মাকে পিছনে ফেলে দেন পন্ত। অর্থাৎ, ভারতের হয়ে টেস্টে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর নিরিখে রোহিতকে টপকে সার্বিক তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নেন ঋষভ পন্ত।