ত্রিদেশীয় টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে আয়োজক জিম্বাবোয়েকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল নিউজিল্যান্ড। সিরিজে এটি ছিল কিউয়িদের দ্বিতীয় ম্যাচ। তারা নিজেদের প্রথম ম্যাচে পরাজিত করে দক্ষিণ আফ্রিকাকে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে হারিয়ে দেয় জিম্বাবোয়েকে। অর্থাৎ, নিউজিল্যান্ড তাদের ২টি ম্যাচই জিতে ৪ পয়েন্ট সংগ্রহ করে নেয়। দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচের ১টি জিতে ২ পয়েন্ট সংগ্রহ করে। জিম্বাবোয়ে নিজেদের ২টি ম্যাচেই পরাজিত হয়েছে। তাই তারা এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।
হারারেতে টস জিতে জিম্বাবোয়েকে শুরুতে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ঠুকঠুকে ব্যাটিংয়ে জিম্বাবোয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে মাত্র ১২০ রান সংগ্রহ করে। ৩২ বলে ৩৬ রান করেন ওয়েসলি মাধেভেরে। তিনি ৪টি চার মারেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ২১ রান করেন ব্রায়ান বেনেট। ক্যাপ্টেন সিকন্দর রাজা ১টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১২ রানের ধীর ইনিংস খেলেন।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন অ্যাডাম মিলনে, মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র। উইকেট পাননি কেবল জেকব ডাফি।
পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড মাত্র ১৩.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১২২ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৩৭ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে কিউয়িরা। ৪০ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। ১৯ বলে ৩০ রান করেন রাচিন রবীন্দ্র। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন ডারিল মিচেল। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কনওয়ে।