টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক জিতেশ শর্মা। তবে টসের পরে এক অন্য রকম নাটক দেখা যায়। টসের পরে একাদশ ঘোষণার সময়ে বিভ্রাট দেখা যায়। দুই দলেই পরিবর্তন দেখা গিয়েছিল।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক জিতেশ শর্মা। তবে টসের পরে এক অন্য রকম নাটক দেখা যায়। টসের পরে একাদশ ঘোষণার সময়ে বিভ্রাট দেখা যায়। দুই দলেই পরিবর্তন দেখা গিয়েছিল।
জিতেশ জানিয়েছিলেন, রজত পতিদার ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামবেন দ্বিতীয় ইনিংসে। কিন্তু ম্যাচ রেফারিকে ভুল করে ব্যাটিং-প্রথম দলীয় তালিকা জমা দেন তিনি। যেখানে রজত পতিদার মূল একাদশে ছিলেন। পরে লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর সম্মতিতে দ্রুত সংশোধন করে ফিল্ডিং-প্রথম দলীয় তালিকা জমা দেওয়া হয়।
জিতেশ শর্মার বক্তব্য, ‘আমরা আগে ফিল্ডিং করব। উইকেট ভালো মনে হচ্ছে, রান তাড়া করাই ভালো হবে। রজত পতিদার ইমপ্যাক্ট প্লেয়ার। জিততে হবে এবং শীর্ষ দুইয়ে থাকতে হবে। টিম ডেভিডের জায়গায় লিয়াম লিভিংস্টোন, এবং লুঙ্গি এনগিদির জায়গায় থুশারা এসেছেন।’
টসের পরে লখনউ অধিনায়ক ঋষভ পন্ত বলেন, ‘ব্যাটিং হোক বা বোলিং—আমাদের কিছু যায় আসে না। আগের ম্যাচে আমরা আমাদের সামর্থ্যের ঝলক দেখিয়েছি। প্রতিটি ম্যাচ শেখার জায়গা। শেষ বল পর্যন্ত আমরা শতভাগ দেব। কিছু পরিবর্তন আছে—ব্রিটজকে ও দিগ্বেশ রাঠি একাদশে ফিরেছে।’