
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার কাছে গত একবছর কেটেছে অম্ল মধুরভাবেই। গতবার বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল নভেম্বর মাসে, আবার তারপর আইপিএলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয় হিটম্যানকে। পরিবর্তে তাঁকে খেলতে বাধ্য করা হয় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে। এরপর ফের হার্দিকদের নেতৃত্ব দিয়েই টিম ইন্ডিয়াকে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেন হিটম্যন।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হচ্ছে ভারত-বনাম নিউজিল্যান্ডের ম্যাচ। হারতে থাকা ম্যাচই রোহিত, বিরাট, সরফরাজদের ব্যাটে ভর করে এখন অনেকটা আয়ত্তে এনেছে ভারত। জিততে না পারলেও অন্তত ম্যাচ ড্র করার দিকেই নিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। এরই মধ্যে বেঙ্গালুরুতে রোহিত শর্মার দিকে উড়ে এল কাতর আর্জি। শুনে রোহিতও বেশ মজার ছলেই দিলেন উত্তর।
আরও পড়ুন-এক যুগ পর ভারতে এসে শতরান কিউয়ি ব্যাটারের! রস টেলরের পাশে নাম তুললেন রাচিন রবীন্দ্র…
চলতি মাসের ৩১ তারিখের মধ্যেই আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিতে হবে তাঁদের ক্রিকেটারদের রিটেনশনের লিস্ট। অর্থাৎ কোন ক্রিকেটারকে কত দামে রাখা হচ্ছে, তা জানাতে হবে। ইতিমধ্যেই মুম্বই ছাড়া নিয়ে রোহিত শর্মাকে নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিকের নেতৃত্বে বিশ্বকাপজয়ী অধিনায়কের খেলা সম্ভাবনা কম, সেই সূত্রেই এবার তাঁর কাছে আবদার করলেন চিন্নাস্বামীতে ম্যাচ দেখতে আসা আরসিবির সমর্থকরা।
ম্যাচে বিরতির সময় রোহিত শর্মা মাঠ থেকে ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন। ফেনসিংয়ের কাছাকাছি আসলেই মুম্বইয়ের সফলতম অধিনায়ককে বেঙ্গালুরুর সমর্থকরা, যারা ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখতে এসেছিলেন। তারা প্রশ্ন করেন, ‘রোহিত ভাই আগামী মরশুমে কোন দলে যাচ্ছে আইপিএলে?’। দুবার এই প্রশ্ন করার পর রোহিত শর্মা তাঁদের মজা করে বলেন, ‘তোরাই বলে দে কোথায় যাব ’। এরপর এক মূহূর্তের জন্যেও অপেক্ষা না করে সমর্থকরা বলে ওঠেন, আরসিবিতে তাঁর যোগদানের জন্য।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকদের আবদার শুনে অবশ্য এরপর আর কিছু বলেননি রোহিত। তবে তাঁকে যে কেউই আর মুম্বইতে দেখতে চান না অন্য কারোর অধিনায়কত্বে খেলতে, সেই আঁচ পেয়ে গেলেন হিটম্যান। বলাই বাহুল্য, ভারতীয় দলের এখন সুপারস্টার জুটি বিরাট কোহলি, রোহিত শর্মা। টি২০ বিশ্বকাপ ফাইনালে যখন বাকিরা ব্যর্থ তখন রোহিতকে ভরসা দিয়ে ভারতকে ভালো জায়গায় নিয়ে যান কোহলি। গতবছর ওডিআই বিশ্বকাপ হোক বা রোহিতের নেতৃত্বে ২০২২ টি২০ বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ, বারবারই রোহিতের সম্মান বাঁচিয়েছেন কোহলি।
আর এবারে ফ্যাফ দুপ্লেসিকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা প্রবল আরসিবির। তাই নতুন অধিনায়কের প্রয়োজন তাঁদের দলেরও। সেক্ষেত্রে রোহিতের থেকে ভালো কেউ এই পদের জন্য আর হতেই পারে না, তা বলাই বাহুল্য। আর সমর্থকরা ভারতীয় দলে এই জুটিকে পাশাপাশি খেলতে দেখার পর, অন্তত একটি আইপিএলেও একই দলে তাঁদের একসঙ্গে খেলতে দেখতে চাইছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports