ICC Womens T20 Wcup- দেখা মিলবে নতুন টি২০ মহিলা বিশ্বচ্যাম্পিয়নের! উইন্ডিজকে ছিটকে দিয়ে দঃ আফ্রিকার সামনে নিউজিল্যান্ড…
Updated: 18 Oct 2024, 11:05 PM IST Moinak Mitra 18 Oct 2024 icc, icc women's t20 world cup, icc women's world cup, newzealand w, west indies w, india, bcci, womens world cup, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, উইন্ডিজ, ক্রিকেটার, ক্রিকেট, নিউজিল্যান্ড, দিয়ান্দ্র দটিন, ক্যারিবিয়ান, তারকা, আইসিসি, মহিলা, টি২০, বিশ্বকাপএবারের আইসিসি টি২০ মহিলা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে দঃ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। এই দুই দলের কেউই টি২০ বিশ্বকাপ জেতেনি এতকালে। ফলে নতুন কোনও বিশ্বচ্যাম্পিয়নের দেখা মিলবে এবারে। কিউয়িদের ১২৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রান করল উইন্ডিজ। ব্যর্থ দটিনের লড়াই।
প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হলেও তাঁদের মিডল অর্ডার তেমন নজর কাড়তে পারেনি, আর তাতেই তাঁরা চাপে পড়ে যান। দুই ওপেনার রান পান। সুজি বেটস করেন ২৬ রান, আরেক ওপেনার জর্জিয়া প্লিমার করেন ৩৩ রান। ব্রুক হ্যালিডে শেষ দিকে ৯ বলে ১৮ রান এবং ইজি গেজ ১৪ বলে ২০ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান করে কিউয়িরা। ছবি-এপি
(AFP) পরবর্তী ফটো গ্যালারি