আইপিএল থেকে বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাজস্থান রয়্যালসের বিপক্ষে খুব একটা ভালো লড়াই দিতে পারেনি বিরাট কোহলির দল। অন্তত ২২ রান বেশি করলে খেলা জমতে পারত, কিন্তু বোল্টদের দুরন্ত গতির সামনে একটু বেশি সাবধানতা নিতে গিয়েই বিপত্তি পাকান আরসিবি ব্যাটাররা। এরপর দায়িত্বজ্ঞানহীন শট খেলে আবারও আরসিবিকে ডোবান ম্যাক্সওয়েল। তাঁকে দলে রিটেন করা এবং এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নামানো যে বড় ভুল ছিল, সেটাই তিনিই ফ্র্যাঞ্চাইজি ওনারদের বুঝিয়ে দিয়েছেন। যদিও রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে রাজস্থানের জয়ের পর চর্চায় বরং উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। আসলে শনিবারের ম্যাচের পর বেঙ্গালুরুতেই ঝামেলায় জড়ান দুই দলের সমর্থকরা। মাঠ এবং মাঠের বাইরে আরসিবির উচ্ছাস খুব একটা পছন্দ হয়নি সিএসকের সমর্থকদের, তাই রাজস্থানের বিপক্ষে আরসিবি হারতেই ফের সরব হলেন সিএসকের বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটাররা।
চেন্নাইকে হারানোর পর আরসিবি ক্রিকেটাররা মাঠে একটু বেশিক্ষণ উচ্ছাস দেখানোয় হাত না মিলিয়েই মহেন্দ্র সিং ধোনি ড্রেসিং রুমে চলে গেছিলেন, যদিও বিরাট সেখানে গেছিলেন পরে। তবে অম্বতি রায়াডুর মতো প্রাক্তন ক্রিকেটাররা আরসিবির বিপক্ষে সিএসকের হার মেনে নিতে পারেননি, বরং তাঁদের উচ্ছাস দেখে বলেছিলেন সিএসকের উচিত আরসিবিকে একটি ট্রফি দিয়ে দেওয়া। যদিও তাঁর এই কথা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, কারণ বিশেষজ্ঞ বা বিশ্লেষক হিসেবে তিনি যখন কাজ করবেন, তখন তাঁর নিরপেক্ষ হওয়া প্রয়োজন। এরই মধ্যে আরসিবির বিরুদ্ধে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সিএসকের পেসার তুষার দেশপাণ্ডে, পোস্ট ভাইরাল হচ্ছে দেখে তিনি তা ডিলিটও করে দেন। যদিও ততক্ষণে তা ভাইরাল হয়ে গেছে।
এই ম্যাচই ছিল দীনেশ কার্তিকের শেষ আইপিএল ম্যাচ। যদিও মাঠ এবং মাঠের বাইরের আরসিবি বনাম সিএসকের দ্বৈরথ বজায় থেকেছে এলিমিনেটর ম্যাচের পরেও। সিএসকের প্রাক্তনি তথা আইপিএলে বর্তমানে ধারাভাষ্য দেওয়া অম্বতি রায়াডু ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে, জাদেজা - রুতুরাজরা হাতের পাঁচটা আঙুল দেখিয়ে তাঁদের পাচটি ট্রফির কথা বোঝাচ্ছেন। আর সেখানেই রায়াডু ওপরের দিকে লিখেছেন, ‘পাঁচবারের চ্যাম্পিয়নদের তরফ থেকে মনে করিয়ে দেওয়া হল ’। নিচে তিনি লিখেছেন,' কখনও কখনও মনে করিয়ে দিতে হয়'। এই পোস্ট যে আরসিবির জন্য, তা বুঝতে দেরি হয়নি কারোর।
এদিকে অম্বতি রায়াডুর মতোই সিএসকের বোলার তুষার দেশপান্ডে নিজের ইনস্টাগ্রামে বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্টেশনের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘ চেন্নাইয়ের সমর্থকরা অন্যভাবে তৈরি।’ তবে সেই ছবিতে ইংরেজি অক্ষরে লেখা ছিল ‘ Bengaluru Cant.’(অর্থাৎ বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্টেশনের নাম)। কিন্তু স্টেশনের সেই নাম অনুযায়ী বিষয়টির অর্থ দাঁড়াচ্ছিল বেঙ্গালুরু পারবে না। সেই পোস্ট অবশ্য ভাইরাল হতেই ডিলিট করে দেন তিনি। ফলে আরসিবি বনাম সিএসকের লড়াই যে মাঠের বাইরেও তুঙ্গে রয়েছে তা ভালোই বোঝা যাচ্ছে।