
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আইপিএল ২০২৪-এ থার্ড আম্পায়ারিং নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তাঁর মধ্যে রাজস্থান রয়্যালসের বিপক্ষেই গেছে একাধিক সিদ্ধান্ত। সঞ্জু স্যামসনের ক্যাচ দিল্লি ম্যাচে নিয়েছিলেন শাই হোপ, পা বাউন্ডারিতে ঠেকে গেলেও ছয় না দিয়ে সঞ্জুকে আউট দিয়েছিল থার্ড আম্পায়ার। এবার এলিমিনেটরে এসেও সেই ধারা বদলালো না, জারি রইল জঘন্য আম্পায়ারিং। এবারও শিকার সেই রাজস্থান রয়্যালস দল। দীনেশ কার্তিকের বিতর্কিত নটআউটের সিদ্ধান্ত নিয়ে ফের একবার প্রশ্নের মুখে আম্পায়ারিংয়ের মান। যেখানে দেশ বিদেশের সমস্ত তারকারা খেলতে আসে, সেই লিগে যদি এত খারাপ আম্পায়ারিং হয় তাহলে তো লিগের মান নিয়েও প্রশ্ন উঠতে বাধ্য। আবেশ খানের বল দীনেশের পায়ে লাগায় তাঁকে আউট দেন ফিল্ড আম্পায়াররা। রিভিউয়ের পর থার্ড আম্পায়ারের সৌজন্যে সুযোগ পেলেও দীনেশ কার্তিক অবশ্য তা কাজে লাগাতে পারেননি, আউট হন মাত্র ১১ রান করে। কিন্তু থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে সরব প্রাক্তন,বর্তমান ক্রিকেটাররা।
আরও পড়ুন-শাহরুখ, গম্ভীর নয়, নাইট ড্রেসিং রুমে দাদা হিসেবে ভোকাল টনিক পাণ্ডেজির
ঘটনার সূত্রপাত ম্যাচের ১৫তম ওভারের তৃতীয় বলে। আবেশ খানের বল সরাসরি দীনেশ কার্তিকের পায়ে গিয়ে লাগে। আউট দেন ফিল্ড আম্পায়ার। পাশে ব্যাট থাকলেও বল প্যাডেই লাগে, অথচ আল্ট্রা এজ পদ্ধতি দেখার পর তাঁকে নট আউট দেন থার্ড আম্পায়াররা। যা দেখে হতবাক হয়ে যান সকলে। রাজস্থান রয়্যালসের কোচ কুমার সাঙ্গাকারাকেও বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। এরপর রবি শাস্ত্রী বলেই ফেলেন, ‘তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে আমি অবাক। ’ কারণ সেই রিভিউ মাঠের মধ্যে স্ক্রিনে সকলেই দেখতে পেয়েছেন, যে বল আদৌ ব্যাটে লাগে নি, অর্থাৎ ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই সঠিক ছিল। সুনীল গাভাসকর প্রতিক্রিয়া দিয়ে বলেন, ‘ এক্ষেত্রে কিন্তু বল গিয়ে প্যাডে লেগেছে, ব্যাটে কিন্তু বল লাগেনি, তাই এই ডিআরএসের সিদ্ধান্ত ভুল’। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসনও এক্ষেত্রে সুর মেলান সানির সঙ্গে।
আরও পড়ুন-তর্ক টিপ্পনী এখন অতীত, বিরাটে মজে সুনীল গাভাসকর, বলছেন RCB ফেভারিট
ক্যারিবিয়ান কিংবদন্তী ইয়ান বিশপ এই সিদ্ধান্তের পর বলেন, এবারের আইপিএলের আম্পায়ারদের জন্য এটা খুব একটা ভালো মূহূর্ত নয়। এরপর প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন সোশাল মিডিয়ায় আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেন। তিনি লেখেন, ‘ব্যাট পায়ে লেগেছে, এটা আউট ছিল। আইপিএলে এই সিদ্ধান্ত অবাক করার মতো ’ ।
রিভিউতে স্পষ্টই দেখা যাচ্ছিল বলের সঙ্গে ব্যাটের সামান্য দুরত্ব রয়েছে। অর্থাৎ ফিল্ড আম্পায়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন আউটের, তা সঠিক ছিল, কিন্তু আল্ট্রা এজের আওয়াজ শুনেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন আম্পায়ার, যার জন্য ন্যয্য আউট থেকে বঞ্চিত হয় রাজস্থান রয়্যালস।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports