রঞ্জিতে দাপুটে বোলিং রবীন্দ্র জাদেজার। সৌরাষ্ট্রের হয়ে প্রথম ইনিংসে ১৭.৪ ওভার বল করে ২টি মেডেন-সহ ৬৬ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছিলেন তিনি। খেলার শেষে সেই ম্যাচ বলের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন জাদেজা।
জাদেজার পোস্ট করা ছবি। (ইনস্টাগ্রাম)
রঞ্জি ট্রফিতে যখন ব্যর্থ হয়েছেন একের পর এক ভারতীয় দলের ক্রিকেটাররা তখন বল হাতে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন রবীন্দ্র জাদেজা। বৃহস্পতিবার দিন দিল্লির বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে চমক দেন টিম ইন্ডিয়া তথা সৌরাষ্ট্রের এই তারকা অল-রাউন্ডার। যেদিন ব্যাট হাতে ব্যর্থ হতে দেখা গেল রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, ঋষভ পন্ত, শুভমন গিলদের মতো তারকা ব্যাটারদের, সেদিনই বল হাতে অনবদ্য পারফরম্যান্স করে জাদেজা বুঝিয়ে দিলেন এখনও ক্রিকেট ফুরিয়ে যায়নি তাঁর।
এদিন প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ারের ৩৫ তম ফাইফারটি নিলেন তিনি। স্বভাবতই এতদিন পর ঘরোয়া ক্রিকেটে ফিরে এরকম পারফর্ম করার পর বেশ আবেগতাড়িত রবীন্দ্র জাদেজা। খেলার শেষে সেই ম্যাচ বলের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ছবির ওপর লেখেন- ‘৩৫ তম প্রথম শ্রেণীর ক্রিকেট বল’। বলের ওপর লেখা রয়েছে কোন দলের বিরুদ্ধে কবে ফাইফার নিয়েছেন তার বিস্তারিত তথ্য। বলের পাশাপাশি ব্যাট হাতেও ৩৬ বলে ৩৮ রানের ইনিংস খেলেন জাদেজা।
রবীন্দ্র জাদেজার অসাধারণ পারফরম্যান্সের কারণে প্রথম দিন দাপট দেখায় সৌরাষ্ট্র। প্রথম ইনিংসে ১৭.৪ ওভার বল করে ২টি মেডেন-সহ ৬৬ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছিলেন জাদেজা। পাশাপাশি ভালো বল করেছিলেন অপর জাদেজাও। ১৯ ওভারে ৩টি মেডেন-সহ ৬৩ রান খরচ করে ৩ উইকেট নেন ধর্মেন্দ্রসিং জাদেজা। এছাড়া ১টি করে উইকেট নিয়েছিলেন জয়দেব উনাদকাট ও যুবরাজসিং দোদিয়া। সৌরাষ্ট্রের দাপুটে বোলিংয়ের সামনে মাত্র ১৮৮ রানে অলআউট হয়ে যায় দিল্লি। তাদের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন অধিনায়ক আয়ুষ বাদোনি। ৭৮ বলে ৭০ রান করেছিলেন তিনি। মেরেছিলেন ৫টি চার ও ২টি ছক্কা।
ম্যাচে দিল্লির ব্যাটসম্যান ঋষভ পন্তের উপর নজর ছিল সবার। তবে প্রথম ইনিংসে রান করতে ব্যর্থ হন তিনি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে আউট হন ঋষভ পন্ত। মাত্র ১০ বল স্থায়ী হয় তাঁর ইনিংস। ধর্মেন্দ্রসিং জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ঋষভ। এদিনের ম্যাচে বিরাট কোহলি খেলেননি। জানা যাচ্ছে পরের রঞ্জি ট্রফির ম্যাচে দিল্লির হয়ে ব্যাট হাতে দেখা যাবে তাঁকে। চোটের কারণে এই ম্যাচে নামেননি তিনি।