শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম শক্তিশালী দল ভারত। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই বেশ শক্তিশালী দল রয়েছে ভারতের। শুধু দেশের মাটিতে নয় বিদেশের মাটিতেও ভারত সমান ভাবে সফল। তবে বিশ্বের সব দেশে ভারতীয় দল এখনও পর্যন্ত সাফল্য পেলেও, দক্ষিণ আফ্রিকা এমন একটি দেশ যেখানে ভারতের সাফল্য অধরা থেকে গিয়েছে। লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্টে ভারত এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় কোনও সিরিজ জিততে পারেনি। এবার সেই রেকর্ড বদলে দিতে মরিয়া ভারতীয় দল। ইতিমধ্যেই সেঞ্চুরিয়নে শুরু হয়ে গিয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। আর সেই টেস্ট চলাকালীন এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, এর আগে দু'বার ভারতের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতার কথা ছিল। তবে দু'বারেই তা সম্ভব হয়নি ভার্নন ফিল্যান্ডার থাকার কারণে!
আরও পড়ুন: পিচ শুকনো করতে হেয়ার ড্রায়ারের ব্যবহার- সেঞ্চুরিয়নে ঘটল অবাক করার মতো ঘটনা
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে রবি শাস্ত্রী মন্তব্য করেছেন, এবারেই দক্ষিণ আফ্রিকাতে টেস্ট সিরিজ জয়ের সব থেকে ভালো সুযোগ রয়েছে ভারতের সামনে। ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার থেকে কাগজে কলমে কিছুটা এগিয়ে রয়েছে বা দক্ষিণ আফ্রিকা দলের থেকে ভারতীয় দল একটু বেশি অভিজ্ঞ, এই সব কারণে অবশ্য তিনি রোহিতদের এগিয়ে রাখেননি। রবি শাস্ত্রীর মতে, শেষ দু'বার দক্ষিণ আফ্রিকা থেকে ভারত টেস্ট সিরিজ জিতেই ফিরত, যদি প্রোটিয়া দলে ভার্নন ফিল্যান্ডার না থাকতেন। আর বর্তমান দলে যেহেতু ভার্নন ফিল্যান্ডারের মতন কোনও পেসার নেই, তাই তিনি ভারতকেই এগিয়ে রাখছেন সিরিজে।
আরও পড়ুন: রাবাডা মানেই কেঁপে ওঠেন হিটম্যান, প্রোটিয়া বোলারই সর্বোচ্চ বার আউট করেছেন রোহিতকে
স্টার স্পোর্টসে সেঞ্চুরিয়নের টেস্ট শুরুর আগে তিনি বলেছেন, ‘এবারে ভারতের সামনে সব থেকে ভালো সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকাতে টেস্ট সিরিজ জেতার। কেন আমি এটা বলছি আপনারা জানেন? কারণ ওই ছেলেটা (ফিল্যান্ডার) এবার খেলছে না।’ শাস্ত্রীর পাশেই দাঁড়িয়েছিলেন ফিল্যান্ডার। তাঁর দিকে আঙুল দেখিয়েই এই কথাগুলো বলেন শাস্ত্রী। ঘরের মাঠে টেস্টে ভারতের বিরুদ্ধে ফিল্যান্ডারের রেকর্ড অনবদ্য। ২০১৩ এবং ২০১৮ সিরিজ মিলিয়ে তিনি ভারতের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলেছেন। যেখানে তিনি ২৫ টি উইকেট নেন। গড় ছিল মাত্র ১৮। শাস্ত্রী এর পর ফিল্যান্ডারকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা এখানে (দক্ষিণ আফ্রিকাতে) অন্ততপক্ষে দু'বার টেস্ট সিরিজ জিততে পারতাম। আমরা রাবাদার রেকর্ড দেখেছি। আমরা এনগিডির রেকর্ড দেখেছি। এবার ওর (ফিল্যান্ডারের) ভারতের বিরুদ্ধে রেকর্ডটাও দেখুন। আমাদের জন্য যে সময়টা টেস্টে গুরুত্বপূর্ণ থাকত, ঠিক সেই সময়ে ও বারবার উইকেট তুলে নিয়ে আমাদেরকে ধাক্কা দিয়েছে।’