
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সেঞ্চুরিয়নে বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে বক্সিং ডে টেস্ট দেরী করে শুরু হয়েছে। পিচের ভিজে অংশ শুকনো করতে গ্রাউন্ডসম্যানরা এক অভিনব উপায় নেন। তাঁরা মাঠ শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করেন।
সেঞ্চুরিয়নে অবিরাম বৃষ্টির কারণে টস প্রায় আধ ঘণ্টা পিছিয়ে যায়। তবে এই দুই দলের দ্বৈরথ যাতে দ্রুত শুরু করা যায়, তার জন্য সব রকম চেষ্টা চালান গ্রাউন্ডসম্যানরা। তাঁরা কিন্তু কঠোর পরিশ্রম করেছেন মাঠ শুকনো করার জন্য।
প্রথম দিনের ম্যাচ শুরুর আগে পিচটি দ্রুত শুকনো করার জন্য এক গ্রাউন্ডসম্যানকে দেখা যায়, হেয়ার ড্রায়ার ব্যবহার করতে। সেটা দিয়েই তিনি মাঠ শুকনো করছিলেন। বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত পিচের ভিজে অংশটি শুকনো করতে অবশ্য এই উপায়টি কার্যকরী হয়েছিল।
আরও পড়ুন: রাবাডা মানেই কেঁপে ওঠেন হিটম্যান, প্রোটিয়া বোলারই সর্বোচ্চ বার আউট করেছেন রোহিতকে
তবে পিচ শুকনো হয়ে খেলা শুরু হলেও হতাশ করল টিম ইন্ডিয়া। একে বৃষ্টি, তার উপর দক্ষিণ আফ্রিকা বোলারদের আগুনে বোলিং- সব মিলিয়ে টেস্টের প্রথম দিনেই কার্যত ল্যাজেগোবরে দশা টিম ইন্ডিয়ার। প্রোটিয়া পেসারদের আগুনে বাউন্সে তাসের ঘরের মতোই হুড়মুড় করে ভেঙে পড়ল ভারতের ব্যাটিং লাইনআপ। প্রথম তিন ব্যাটার- রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলের স্কোর যথাক্রমে ৫, ১৭, ২।
আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে রান নেই, তবুও দক্ষিণ আফ্রিকায় রাহানাকেই মিস করছেন গাভাসকর
প্রথমে কিছুটা বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার মিলে হাল ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু, সেটা দীর্ঘস্থায়ী হয়নি। কোহলি ফেরেন ৩৮ রানে। শ্রেয়স করেন ৩১। শেষের দিকে কে এল রাহুলের লড়াইয়ের হাত ধরে তাও দু'শোর গণ্ডি টপকায় ভারত। ৭০ রান করে অপরাজিত রয়েছেন রাহুল। তবে বৃষ্টির জেরে আগেই খেলা বন্ধ হয়ে যায়।
প্রথম দিন ৫৯ ওভার পর্যন্ত খেলা হয়। ভারত ৮ উইকেট হারিয়ে ২০৮ রান করে প্রোটিয়াদের হয়ে একাই ৫ উইকেট তুলে নিয়েছেন কাগিসো রাবাডা। নান্দ্রে বার্গার নিয়েছেন ২ উইকেট। ১ উইকেট নিয়েছেন মার্কো জানসেন।
৫৯ ওভার খেলা হওয়ার পরেই বৃষ্টি নামে। আকাশ পুরো অন্ধকার হয়ে যায়। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে খেলা আবার শুরু করা কঠিন ছিল। বৃষ্টি থামলেও খেলা শুরু করা যেত না। সেই কারণে আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন যে, প্রথম দিন আর খেলা হবে না। এখন দেখার, দ্বিতীয় দিন ভারতের রান আর কতটা বাড়াতে পারেন রাহুল। তিনি উইকেটে টিকে থাকলেও তাঁকে সঙ্গত করার লোকের অভাব রয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ। ১০ বল খেলেও রানের খাতা খোলেননি সিরাজ। আর লাস্ট উইকেটে রয়েছেন প্রসিধ কৃষ্ণ, যাঁর এই টেস্টেই অভিষেক হয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports