Madhya Pradesh vs Jammu-Kashmir Ranji Trophy 2024: মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে একজোড়া উইকেট তুলে নেন রোহিত শর্মা।
হাফ-সেঞ্চুরির পরে বেঙ্কটেশ আইয়ার। ছবি- টুইটার।
চলতি রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছেন বেঙ্কটেশ আইয়ার। একের পর এক বড় রানের ইনিংস গড়ছেন তিনি। নাইট তারকা ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখেন জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে শেষ লিগ ম্য়াচেও।
শুক্রবার জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে এলিট-ডি গ্রুপের ম্যাচের প্রথম ইনিংসে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন বেঙ্কটেশ। এবারের রঞ্জি ট্রফিতে এটি বেঙ্কটেশের চতুর্থ হাফ-সেঞ্চুরি। এছাড়া তিনি ১টি সেঞ্চুরিও করেছেন।
ইন্দোরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মধ্যপ্রদেশ। তারা প্রথম ইনিংসে অল-আউট হয় ২০০ রানে। সাকুল্যে ৬৫.৪ ওভার ব্যাট করে মধ্যপ্রদেশ। ওপেন করতে নেমে লড়াকু অর্ধশতরান করেন উইকেটকিপার হিমাংশু মন্ত্রী। তিনি ৫টি বাউন্ডারির সাহায্যে ১২১ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে বেঙ্কটেশ ৬২ রানের অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন। ১০১ বলের ইনিংসে আইয়ার ৪টি চার ও ১টি ছক্কা মারেন। চলতি রঞ্জি ট্রফির ৯টি ইনিংসে ব্যাট করতে নেমে বেঙ্কটেশ সাকুল্যে ৪৯২ রান সংগ্রহ করেন। এখনও পর্যন্ত এবারের রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে সব থেকে বেশি রান সংগ্রহ করেছেন নাইট তারকাই।
জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে এই ইনিংসে মধ্যপ্রদেশের বাকি ব্য়াটাররা অবশ্য কেউই তেমন একটা প্রতিরোধ গড়তে পারেননি। সরাংশ জৈন সাত নম্বরে ব্যাট করতে নেমে ৫৫ বলে ২১ রান করেন। তিনি ২টি চার মারেন। যশ দুবে ৫, শুভম শর্মা ৩, ঋষভ চৌহান ১২, কুমার কার্তিকেয়া ৩, অনুভব আগরওয়াল ১, আবেশ খান ১৬ ও কুলবন্ত খেজরোলিয়া অপরাজিত ৮ রান করেন। খাতা খুলতে পারেননি হর্ষ।