ঘরের মাঠে লজ্জার হার। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই হার হরমনপ্রীত কৌরের দলের। পরপর দুটি ম্যাচ হারের ফলে সিরিজ হাতছাড়া হয়েছে ভারতীয় মহিলা দলের। ইংরেজদের বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়াতেই পারেনি ভারতের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে তারা মাত্র ৮০ রান করে। জেমিমা রড্রিগেজ ৩০ রান করেন। এই ম্যাচে এটি সর্বোচ্চ রান। আর কেউ বড় রান করতে পারেননি। বলা ভালো ইংরেজদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ।
আর এই রান খুব সহজেই তুলে নেয় ইংল্যান্ড। মাত্র ৬ উইকেট হারিয়ে ১১.২ ওভারে জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় ইংল্যান্ডের মেয়েরা। পরপর দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের পকেটে তুলে নিল তারা। ম্যাচের সেরা হয়েছেন কার্লি ডিন। ভারতের পরবর্তী এবং নিয়মরক্ষার ম্যাচ আজ অর্থাৎ ১০ নভেম্বর। নিয়মরক্ষার ম্যাচ ভারত মানরক্ষা করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে সিরিজ হারলেও মেয়েদের লড়াকু পারফরম্যান্সে খুশি ভারত অধিনায়ক।
ম্যাচ শেষে হরমনপ্রীত বলেন, 'আমরা যদি আরও ৩০-৪০ রান বেশি করতাম, তাহলে এই ম্যাচের ফলাফল অন্যরকম হয়ে যেতে পারত। এই দলের জন্য সত্যি আমি গর্বিত। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। তাতে অনেকটা সফলও হয়েছি। যদিও আমরা এই ম্যাচ জিততে পারিনি। তবে আমরা সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে খেলতে চাই। তবে এই ম্যাচে কেউ কেউ সেই ভাবে বল বুঝতে পারেনি। তবে তারা ভালো পারফরম্যান্স করেছে। যা বিপক্ষকে একেবারেই বড় শট খেলতে দেয়নি।'
হরমনপ্রীত আরও বলেন, 'তাড়াতাড়ি উইকেট পড়ে যাওয়ার পর আমাদের মনে হয়েছিল অন্তত ১২০ রান করা প্রয়োজন। কিন্তু আমরা তা করতে পারিনি। তবে যাই হোক না কেন, আমাদের বোলাররা খুব ভালো পারফরম্যান্স করেছে। ওরা প্রস্তুত ছিল চ্যালেঞ্জটা নিতে। তাড়াতাড়ি উইকেটও তুলে নিয়েছে। যদিও এই ম্যাচ আমরা জিততে পারিনি। তবে বোলাররা যেভাবে পারফরম্যান্স করেছে, তাতে আমি খুশি।'
এই ম্যাচে ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রেনুকা সিং এবং দীপ্তি শর্মা। পাশাপাশি একটি করে উইকেট নিয়েছেন সাইকা এবং পূজা। ভারতীয় মেয়েরা বল হাতে ভালো পারফরম্য়ান্স করতে পারলেও ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। যদিও ভারত অধিনায়ক বোলারদের প্রশংসা করলেও ব্যাটারদের নিয়ে কোনও মুখ খোলেননি। এখন এটাই দেখার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জিততে পারে কিনা হরমনপ্রীতের দল।