নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিতান্ত কম রানে অল-আউট হল জিম্বাবোয়ে। ম্যাট হেনরির আগুনে বোলিংয়ের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করেন জিম্বাবোয়ের ব্যাটাররা। পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ইতিমধ্যেই তাদের প্রথম ইনিংসে শক্ত ভিত গড়ে ফেলেছে।
বুলাওয়েতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবোয়ে। তারা প্রথম দিনে ৬০.৩ ওভার ব্যাট করে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় মাত্র ১৪৯ রানে। ক্যাপ্টেন ক্রেগ আরভাইন দলের হয়ে সব থেকে বেশি ৩৯ রান করেন। ১১৬ বলের ইনিংসে তিনি ৬টি চার মারেন।
এছাড়া ৫টি বাউন্ডারির সাহায্যে ৭৮ বলে ৩০ রান করেন উইকেটকিপার সিগা। ব্রায়ান বেনেট ৬, বেন কারান ১৩, নিক ওয়েলশ ২৭, শন উইলিয়ামস ২, সিকন্দর রাজা ২, নিউম্যান ৯, ভিনসেন্ট ৭ ও ব্লেসিং মুজারাবানি ১ রান করেন।
নিউজিল্যান্ডের হয়ে ১৫.৩ ওভার বল করে ৩৯ রানের বিনিময়ে একাই ৬টি উইকেট দখল করেন ম্যাট হেনরি। ১৪ ওভারে ২০ রান খরচ করে ৩টি উইকেট নেন ন্যাথন স্মিথ।
পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম দিনের খেলা শেষ করে তাদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ৯২ রান তুলে। কিউয়িরা ব্যাট করেছে ২৬ ওভার। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে জিম্বাবোয়ের থেকে ৫৭ রানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। তাদের হাতে রয়েছে ১০টি উইকেট।
উইল ইয়ং ৪১ রানে অপরাজিত থাকেন। ৬৯ বলের ইনিংসে তিনি ৪টি চার মেরেছেন। ৮৭ বলে ৫১ রান করে প্রথম দিনে নট-আউট থাকেন ডেভন কনওয়ে। তিনি ৮টি চার মেরেছেন।