খেলা শুরুর আগে মাঠে বসে স্ট্রেচিং করছিলেন। সেইসময় একটি বল এসে তাঁর গায়ে লাগে। তারপরই সটান মধ্যমা দেখিয়ে দিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সম্ভবত নিজের দলের কোনও সতীর্থের উদ্দেশ্যেই সেই ইঙ্গিত করেন। পুরোটা যে একেবারে মজার ছলে ছিল, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। আর সেই দৃশ্য দেখে হাসি থামাতে পারছেন না নেটিজেনরা। ওই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 'সবথেকে ভদ্র' খেলোয়াড় কেন যে মাঠেই কাউকে মধ্যমা দেখাতে পারেন, সেটা সম্ভবত কেউ কখনও ভারতে পারেননি। সেই সুরই ধরা পড়ে এক নেটিজেনের গলায়। নিউজিল্যান্ডের অধিনায়কের ভিডিয়ো দেখিয়ে তিনি বলেন, ‘এবার দুনিয়ায় সবকিছু দেখে ফেললাম আমি।’ অপর একজন বলেন, ‘কেন উইলিয়ামসনকে এই প্রথম এত আগ্রাসী রূপে দেখলাম।’
কয়েকজন আবার দাবি করেছেন যে কেনের মুখোশটা খুলে গেল। যদিও তাতে পালটা দিয়েছেন অনেকেই। তাঁদের বক্তব্য, কেন যে মধ্যমা দেখিয়েছেন, সেটা নিয়ে হইচই করার কোনও অর্থ নেই। কারণ ম্যাচ শুরুর আগে সেই কাজটা করেছেন কেন। অচেনা কাউকে নয়, নিজেদের দলের সতীর্থকেই মধ্যমা দেখিয়েছেন। আর সেটা একেবারেই মজার ছলে করেছেন। অপর একজন আবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, 'এটা রোহিত হলে আর দেখতে হত না।' এক নেটিজেন আবার বলেন, ‘বেচারা আর চোট পেতে চাইছেন না।’
আর যে ম্যাচের আগে কেনের সেই মধ্যমা মুহূর্ত ধরা পড়েছে, তা নিউজিল্যান্ডের মাঠে হচ্ছে। প্রথম টেস্টে (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছেন কিউয়িরা। যে টেস্টের প্রথম ইনিংসে ৫১১ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১৭৯ রান তুলে ডিক্লেয়ার করে দেয় নিউজিল্যান্ড। ৫২৯ রান তাড়া করতে নেমে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ৭৪ ওভারের শেষে স্কোর আট উইকেটে ২২২ রান। জয়ের জন্য এখনও ৩০৭ রান চাই।
আরও পড়ুন: NZ vs SA 1st Test: রাচিনের একার রানকেই টপকাতে পারল না দক্ষিণ আফ্রিকা, দুই ইনিংসেই সেঞ্চুরি উইলিয়ামসনের
প্রথম ইনিংসে নিউজিল্যান্ড যে এত বড় রান তুলেছে, সেটা সম্ভব হয়েছে রাচিন রবীন্দ্র এবং কেনের জন্য। ২৪০ রান করেন রাচিন। আর ১১৮ রান করেন কেন। সেইসঙ্গে রেকর্ড ভেঙে ফেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক। প্রোটিয়াদের বিরুদ্ধে যে শতরান করেন কেন, সেটি টেস্টে তাঁর ৩০ তম সেঞ্চুরি। আর সেই শতরানের সুবাদে ডন ব্র্যাডম্যান ও বিরাট কোহলিকে ছাপিয়ে গিয়েছেন কেন। আপাতত টেস্টে বিরাটের শতরানের সংখ্যা ২৯। ইংল্যান্ডের তারকা জো রুট করেছেন ৩০টি সেঞ্চুরি। সক্রিয় খেলোয়াড়দের মধ্যে টেস্টে সেঞ্চুরির তালিকার শীর্ষে থাকা স্টিভ স্মিথের শতরানের সংখ্যা হল ৩২। শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসেও শতরান হাঁকান কেন। তার ফলে টেস্টে তাঁর শতরানের সংখ্যা দাঁড়াল ৩১।
আরও পড়ুন: NZ vs SA, 1st Test: এক টেস্টে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে বড় নজির উইলিয়ামসনের,একটুর জন্য ছোঁয়া হল না সচিনের রেকর্ড