NZ vs SA, 1st Test: এক টেস্টে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে বড় নজির উইলিয়ামসনের,একটুর জন্য ছোঁয়া হল না সচিনের রেকর্ড
Updated: 06 Feb 2024, 04:09 PM IST Tania Roy 06 Feb 2024 Kane Williamson, New Zealand vs South Africa 1st Test, Sachin Tendulkar, Steve Smith, Peter Fulton, Andrew Jones, Glen Turner, Geoff Howarth, New Zealand Cricket Team, Bengali Sports News, কেন উইলিয়ামসন, সচিন তেন্ডুলকর, স্টিভ স্মিথ, নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টবিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান কেন উইলিয়ামসন প্রথম ইনিংসে ১১৮ রান করেছিলেন। তার পর দ্বিতীয় ইনিংসে শতরান করে গ্লেন টার্নার, জিওফ হাওয়ার্থ, অ্যান্ড্রু জোন্স এবং পিটার ফুলটনদের সঙ্গে এলিট ক্লাবে যোগ দিয়েছেন। সেই সঙ্গে উইলিয়ামসনের শেষ ছয় টেস্টে ৬টি সেঞ্চুরি করে ফেলেছেন।
পরবর্তী ফটো গ্যালারি